Advertisement
১০ মে ২০২৪

ম্যান ইউকে হারিয়ে রিয়ালের লক্ষ্য বদলা

উয়েফা সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে বিশ্ব ফুটবলে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ০৪:২৮
Share: Save:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম পল পোগবা।

জিনেদিন জিদান বনাম জোসে মোরিনহো।

উয়েফা সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে বিশ্ব ফুটবলে।

সপ্তাহ দু’য়েক আগে যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রোনাল্ডোহীন রিয়ালকে হারিয়ে হাসতে হাসতে যখন মাঠ ছাড়ছিলেন ম্যান ইউ বস‌্, থমথমে মুখে রিজার্ভ বেঞ্চে বসেছিলেন বিধ্বস্ত জিদান। সে দিনই রিয়াল ম্যানেজার তাঁর লক্ষ্য স্থির করে ফেলেছিলেন। সাংবাদিক বৈঠকে তাঁর হুঙ্কার ছিল, ৮ অগস্ট ম্যাসিডোনিয়ায় উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবতে চান না।

ম্যান ইউয়ের বিরুদ্ধে আগের ম্যাচে রোনাল্ডোকে পাননি জিদান। মঙ্গলবার চার বারের ব্যালন ডি’ওর জয়ী পর্তুগাল অধিনায়কই তাঁর সেরা অস্ত্র। পুরনো দলের বিরুদ্ধে নামার জন্য রোনাল্ডো নিজেও মরিয়া। কর ফাঁকি মামলায় মাদ্রিদ আদালতে হাজিরা দিয়েই নেমে পড়েছিলেন অনুশীলনে। জিদান এ দিন সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘ছুটি কাটিয়ে, বিশ্রাম নিয়ে ফুটবলাররা সকলেই তরতাজা। কেন আমরা ইউরোপের সেরা, সেটাই এ বার প্রমাণ করতে চাই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ফুটবলাররা সকলেই ক্লাবের ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল। ওরা দারুণ ভাবে উজ্জীবিত এই ম্যাচটার জন্য।’’

আরও পড়ুন: গ্যাটলিনের পর বোউই, ট্র্যাকে মার্কিন যুগ ফিরছে?

তবে রোনাল্ডোকে নিয়ে আশ্চর্যজনক ভাবে উদ্বেগ্নহীন মোরিনহো। এই মুহূর্তে তিনি চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছুই ভাবতে চান না। কারণ, ফুটবলার হিসেবে এক বার এবং ম্যানেজার হিসেবে দু’বার সুপার কাপ জিতেছেন জিদান। কিন্তু মোরিনহোর সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। আজ, মঙ্গলবার ম্যাসিডোনিয়ায় প্রথম বার সুপার কাপ জিততে মরিয়া ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে মোরিনহো বলেছেন, ‘‘পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরেই আমি ক্লাব ছেড়েছিলাম। ইন্টার মিলানেও তাই হয়েছিল। ফলে উয়েফা সুপার কাপে কখনও শক্তিশালী দল নিয়ে নামতে পারিনি। আশা করি, এ বার ছবিটা বদলাবে। রিয়ালকে হারিয়ে ম্যান ইউ চ্যাম্পিয়ন হবে।’’

শুধু উয়েফা সুপার কাপ জেতা নয়, রিয়ালের ঘর ভাঙতেও মরিয়া মোরিনহো! তাঁর লক্ষ্য গ্যারেথ বেল-কে ছিনিয়ে আনা। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘বেল যদি এই ম্যাচটা খেলে তা হলে ওকে নিয়ে ভাবব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE