Advertisement
E-Paper

চার গোল দিয়ে রোনাল্ডো, রেকর্ড আমার পিছনে ছোটে

বিস্ফোরণটা হবে আন্দাজ করা গিয়েছিল। বিস্ফোরণটা হবে হয়তো জানতেন তিনিও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ০৪:৪২
সুপারম্যান!-এএফপি

সুপারম্যান!-এএফপি

বিস্ফোরণটা হবে আন্দাজ করা গিয়েছিল।

বিস্ফোরণটা হবে হয়তো জানতেন তিনিও।

বিস্ফোরণের যাবতীয় মশলাও তো মজুত ছিল। মাঠে, মাঠের বাইরে চাপ। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের তুফান। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে ‘অন্য রকম’ ইঙ্গিত। ঘরোয়া লিগে জ্বলে উঠতে পারছেন না বলে সমালোচনা....

কিন্তু নিজেরই রেকর্ড চুরমার করে দিয়ে, সমালোচকদের গোলের বন্যায় ভাসিয়ে মঙ্গল-রাতে বের্নাবাওয়ের আকাশে এ ভাবে রোশনাই হয়ে উঠবেন, হয়তো ভাবেননি তাঁর সমর্থকরাও।

তিনি— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক-সহ যাঁর চার গোলের রকেটে রিয়াল মাদ্রিদ ৮-০ হারাল মালমোকে। আর ইউরোপের সেরা ক্লাবের যুদ্ধে তিনি গড়ে ফেললেন অনন্য রেকর্ড। গ্রুপ পর্যায়ে দু’বছর আগে নিজেরই গড়া ন’গোলের নজির ভেঙে দিলেন এগারো গোলের দাপটে। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসিকে (৭৯) রিয়াল মহাতারকা (৮৮ গোল) পিছিয়ে দিলেন বেশ কিছুটা।

রেকর্ডটা কি মাথায় রেখেই নেমেছিলেন? স্প্যানিশ মিডিয়ায় প্রশ্নটা উঠতেই জবাবটাও এল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, ‘‘আমি রেকর্ডের পিছনে ছুটি না, রেকর্ড আমার পিছনে ছোটে।’’ সঙ্গে আরও একটা জল্পনায় জল ঢেলে দেন পর্তুগিজ মহাতারকা। গত মাসের গোড়ার দিকে চ্যাম্পিয়ন্স লিগেই প্যাসির সাঁ জাঁ ম্যাচের পর তাদের কোচ লরাঁ ব্লাঁ-র কানে রোনাল্ডোকে কিছু একটা বলতে দেখে যে জল্পনাটা ছড়িয়েছিল। ‘‘জল্পনা তো হয়েই থাকে। প্রতি বছরই সেটা থাকে। ক্রিশ্চিয়ানোকে নিয়ে কী ঘটছে সেটা শুনতে শুনতে মানুষ এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে রিয়াল মাদ্রিদে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। আমি এখানে আনন্দেই আছি। লরাঁ ব্লাঁর সঙ্গে কিছুই কথা হয়নি। আমি মাদ্রিদেই থাকছি,’’ বলেছেন সিআর সেভেন।

এর পরই ছিটকে এল আর একটা বোমা। যেটা অনেকেই ভাবতে পারেননি। রিয়াল কোচ রাফা বেনিতেজের পাশে দাঁড়ানোর কথা বলেন রোনাল্ডো। কিছু দিন আগে এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে চার গোলে বিধ্বস্ত হওয়ার পর বোনিতেজের সঙ্গে তুমুল ঝামেলা হয় সিআরসেভেনের বলে জল্পনা ছড়িয়েছিল। এমনকী বলা হচ্ছিল বেনিতেজের জন্যই রিয়াল ছাড়তে মরিয়া পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডো কিন্তু এ দিন বলে দেন, ‘‘আমি তো বুঝতেই পারছি না সমস্যাটা কোথায়! কারও কিছু মনে হলে সেটা বলতেই পারেন। কিন্তু আমার মনে হয় বস (বেনিতেজ) ভালই কাজ করছেন। রিয়ালে আসার পর মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ওঁকে সময় দিতে হবে। আমার সঙ্গে ওঁর সম্পর্ক ভাল। ঠিক টিমের অন্য প্লেয়ারদের মতো।’’

শুধু বেনিতেজই নয়, রিয়ালের পরিবর্ত ফুটবলার ডেনিস চেরিশেভের সঙ্গে রোনাল্ডোকে দ্বিতীয় গোলের উৎসব করতেও দেখা যায়। সাসপেনশনের আওতায় থাকা ডেনিসকে মাঠে নামানোর জন্যই কোপা দেল রে থেকে গত সপ্তাহে ছিটকে যান রোনাল্ডোরা। যার পর বার্সেলোনার ডিফেন্ডার জেরার পিকের বিরুদ্ধে, ব্যঙ্গাত্মক টুইটের অভিযোগ ওঠে। সিআর সেভেন কিন্তু বলে দেন, ‘‘আরবেওলার (আলভেরো) আইডিয়া ছিল ওটা। তবে এটা কিন্তু একটা টিমের ক্ষেত্রে স্বাভাবিক প্রতিক্রিয়া বলেই আমার মনে হয়। পরিকল্পনা করে ওটা করিনি।’’

খোঁচাটা কি চিরপ্রতিদ্বন্দ্বীর ক্লাবকে দিলেন রোনাল্ডো? উত্তর নিষ্প্রয়োজন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy