আমার বিশ্বকাপ একাদশ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তবে টিম গড়ার সময় আমি বিশ্বকাপের পারফরম্যান্সের পাশে ভারসাম্যের ব্যাপারটাও মাথায় রেখেছি।
আমার টিমে ভারতের কেউ নেই। কারণ অনেক বিবেচনার পর কাউকেই রাখতে পারলাম না। মার্টিন গাপ্টিল পারফরম্যান্সে শিখর ধবন বা রোহিত শর্মার চেয়ে অনেক এগিয়ে ছিল। স্টিভ স্মিথের প্রথা ভাঙা ব্যাটসম্যানশিপ, ফুটওয়ার্ক, উদ্ভাবনী শক্তি এবং লেগ সাইড আর কভার দিয়ে রান তোলার ক্ষমতা ওকে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার সেরা অস্ত্র করে তোলে। টানা পাঁচটা হাফসেঞ্চুরি। শেষ বারো ইনিংসে ৮২ গড়ে প্রায় ৯০০ রান। ৯৬ স্ট্রাইক রেট। এমন ইমপ্যাক্ট ব্যাটসম্যান তো টিমে আসবেই। বিরাট কোহলি, সুরেশ রায়না বা অজিঙ্ক রাহানের বদলে।
ক্যাপ্টেন হিসাবেও ধোনির আগে রাখব ব্রেন্ডন ম্যাকালামকে। ওর বিস্ফোরক ব্যাটিং, আক্রমণাত্মক ফিল্ড প্লেসিং, মানসিকতা আর ক্রিকেট বোধ অতুলনীয়। আমার কাছে বিশ্বকাপের সেরা ক্যাপ্টেন ও। স্পিনারদের মধ্যে ড্যানিয়েল ভেত্তোরিই ছিল সেরা। মিচেল স্টার্ক আর ট্রেন্ট বোল্টের পাশে মর্নি মর্কেল এসেছে যোগ্যতার জোরেই। তবে ওর বদলে ওয়াহাব রিয়াজও থাকতে পারত।