ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ ঋষভ পন্থ। শনিবার তিনি হ্যাগলি ওভালে করেন ১২। কাইল জেমিসনের অফস্টাম্পের বাইরের বল ব্যাটে লাগিয়ে স্টাম্পে টেনে আনেন তিনি।
ঋষভের ব্যর্থতার পরই সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়েছে সমালোচনা। কেউ তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। কেউ জানতে চাইছেন, এই ‘প্রতিভাবান’কে আর কত দিন টানবে দল। চলছে বিদ্রুপও। ঋদ্ধিমান সাহাকে বসিয়ে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্টেই খেলানোর সিদ্ধান্তকেও একহাত নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: সৌম্যর বিয়েতে মোবাইল চুরি! বাংলাদেশ ব্যাটসম্যানের বিয়েতে তুলকালাম