আরও একটা ট্রফি যোগ হল রজার ফেডেরারের ক্যাবিনেটে। রবিবার খুয়ান মার্টিন দেল পোত্রো-কে হারিয়ে বাসেল ওপেনে চ্যাম্পিয়ন হলেন রজার ফেডেরার। ফল ৬-৭, ৬-৪, ৬-৩। যে তথ্যের মধ্যে অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়ার ব্যাপার আছে অন্য এক ঘটনায়। যখন দেখা গেল, মাথা গরম করে নেটে র্যাকেট আছড়ে মারলেন সুইস কিংবদন্তি।
এখানেই ২০১২ এবং ২০১৩ সালে দেল পোত্রোর কাছে হেরে গিয়েছিলেন ফেডেরার। ফেডেরার শুধু বদলাই নিলেন না, নিজের ৯৫তম এটিপি টুর্নামেন্ট জিতে ট্রফি জয়ের সর্বকালের সেরার তালিকায় উঠে এলেন দু’নম্বরে। ফেডেরারের সামনে এখন শুধু জিমি কোনর্স (১০৯)। একই সঙ্গে র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা রাফায়েল নাদালের আরও কাছে চলে এলেন তিনি।
তবে এ সব কিছু নয়। ফেডেরার চ্যাম্পিয়ন হওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে তাঁর মেজাজ হারানো নিয়ে। প্রথম সেট হারার পরে দ্বিতীয় সেটে ব্রেক পয়েন্টে এসে দাঁড়িয়েছিলেন ফেডেরার। কিন্তু সেখান থেকে খুব সহজ একটা পয়েন্ট নষ্ট করেন তিনি। তার পরেই মেজাজ হারিয়ে ফেলেন ফেডেরার। তাঁকে দেখা যায়, নেটে র্যাকেট আছড়ে মারছেন। টেনিস সার্কিটে অতীব ভদ্রলোক খেলোয়াড় বলে পরিচিত ফেডেরারের এমন আচরণে অবাক তাঁর ভক্তরা। একটা সময় মাঝে মধ্যে মাথা গরম করলেও ইদানীং ফেডেরারের কাছ থেকে এ রকম আচরণ কেউ প্রত্যাশাই করেননি।
দেল পোত্রোর বিরুদ্ধে ফেডেরারের কেরিয়ার রেকর্ড এখন ১৮-৬। এই টুর্নামেন্টেও ফেডেরারকে বিধ্বংসী ফর্মে দেখিয়েছে। এ বছরটা এই সুইস টেনিস কিংবদন্তির পক্ষে দারুণ কেটেছে। দু’টো গ্র্যান্ড স্ল্যাম ছাড়াও এসেছে অন্য ট্রফি। এমনকী র্যাঙ্কিংয়েও এক নম্বর হওয়ার দিকে এগোচ্ছেন তিনি। এক কথায় যাকে বলে অতিমানবীয় পারফরম্যান্স। কিন্তু তা সত্ত্বেও মেজাজ হারিয়ে ফেডেরার বুঝিয়ে দিলেন, তিনিও রক্ত মাংসের মানুষ।