হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনই পাঁচ জন মানুষেরও প্রত্যেকে একই রকম হন না। সকলেরই নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। প্রত্যেক মানুষই একে অপরের থেকে কিছুটা হলেও অন্য রকম হন। এক এক জনের চাহিদা হয় এক এক রকম। কেউ বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করতে বেশি ভালবাসেন, কেউ আবার পরিবারের সঙ্গে সময় কাটানোতেই শান্তি খুঁজে পান। শাস্ত্রমতে, প্রত্যেক মানুষের মধ্যেই তাঁদের রাশি অনুযায়ী নানা প্রকৃতি দেখতে পাওয়া যায়। সেই দিক দিয়ে বিচার করলে দেখা যাচ্ছে পাঁচ রাশি রয়েছে যারা তাদের পরিবারের বাইরে কিছুই বোঝেন না। এরা সর্বদা নিজের পরিবারের মানুষদের কথা ভাবে। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
বৃষ: বহু দিন ধরে চলে আসা পারিবারিক ঐতিহ্যকে বৃষ রাশির জাতক-জাতিকারা সম্মান করেন। এঁরা এমন কোনও কাজ করেন না যাতে তাঁদের বাড়ির লোকের দুঃখ পাবেন। পরিবারের সকলের খোঁজখবর নেওয়া, দরকারে তাঁদের পাশে দাঁড়ানো এ সকল নানা জিনিস বৃষের জাতক-জাতিকাদের রাশিগত প্রকৃতিতেই রয়েছে।
কর্কট: নিজের আবেগ দিয়ে কর্কট রাশির জাতক-জাতিকারা তাঁদের পরিবারকে বেঁধে রাখেন। এই রাশির সংবেদনশীলতাই এঁদের পরিবারের সকলের প্রতি সহমর্মী হতে বাধ্য করে। বাইরের লোকেদের সঙ্গে সময় কাটানোর থেকে পরিবারের মানুষজনের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন কর্কট রাশির জাতক-জাতিকারা। বাড়ির লোকের মুখের হাসি এঁদের মনে শান্তি এনে দেয়।
আরও পড়ুন:
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা নিজের পরিবারের প্রতি ভীষণ দায়িত্ববান হন। এঁরা যে কোনও কাজ করার আগে পরিবারের সকলের মতামত নেওয়া পছন্দ করেন। নিজের কৃতকর্মের জন্য তাঁর পরিবারের কাউকে ভুগতে হবে এ কথা এঁরা দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। বাড়ির সকলের যেন কোনও ক্ষেত্রে কিছু অসুবিধা না হয় সেটা এঁরা সর্বদা নজরে রাখেন।
মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা তাঁদের পরিবারের দিকে আসা যে কোনও বিপদের বিরুদ্ধে ঢালের ভূমিকা পালন করেন। পরিবারের রক্ষক এঁরা। পরিবারের সদস্যদের গায়ে কোনও বিপদের আঁচ এঁরা আসতে দেন না। বাড়ির সকলের সমস্ত প্রয়োজনের দায়ভার এঁরা স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেন। তার জন্য এঁরা দ্বিগুণ পরিশ্রম করতেও কুণ্ঠাবোধ করেন না।
আরও পড়ুন:
মীন: মীন রাশির জাতক-জাতিকারা বাস্তবিমুখ হলেও পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্ববান হন। এঁরা বাড়ির বয়োজ্যষ্ঠদের খুব খেয়াল রাখেন। তাঁদের প্রয়োজনকে নিজের দায়িত্ব মনে করেন। যে কোনও কাজ এঁরা বাড়ির লোকেদের সঙ্গে আলোচনা করে করতে ভালবাসেন। জীবনের সমস্ত পদক্ষেপে এঁরা পরিবারের সঙ্গ পেলে আর কিছু চান না।