প্রায় প্রতিটি মানুষের শরীরেই নানা আকৃতির জন্মদাগ দেখা যায়। এই দাগ সাধারণত লাল বা কালো রঙের হয়। বড়, মাঝারি, ছোট— জন্মদাগ নানান আকৃতির হয়ে থাকে। ভিন্ন মানুষের শরীরের ভিন্ন ভিন্ন অংশে জন্মদাগ দেখতে পাওয়া যায়। শাস্ত্রমতে, শরীরের কোন অংশে জন্মদাগ রয়েছে সেটি বিচার করে অনেক কিছু বলে দেওয়া সম্ভব। জন্মদাগ যেমন অনেক সময় নানা খারাপ বার্তা দেয়, তেমনই ভাল ইঙ্গিতও দেয়। শরীরের কোন স্থানে জন্মদাগ রয়েছে তার উপর অনেক কিছুই নির্ভর করে। শরীরের বিভিন্ন অংশে জন্মদাগ থাকার অর্থ কী জেনে নিন।
আরও পড়ুন:
মুখ: যে সকল ব্যক্তির মুখে জন্মদাগ থাকে, তাঁরা অত্যন্ত আবেগপ্রবণ হন বলে মনে করা হয়। এঁরা সব কিছুর বিচার আবেগ দিয়ে করতে পছন্দ করেন। এই সকল মানুষের জীবনে কখনও অর্থের অভাব হয় না। এঁরা কথা বলতে ভালবাসেন।
কপালের মাঝে: কপালের মাঝে জন্মচিহ্ন থাকা ব্যক্তিরা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হন বলে মনে করা হয়। এঁরা চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই প্রভূত উন্নতি অর্জন করেন। সমাজে এঁদের খুব নাম হয়। আশপাশের মানুষেরা সহজেই এঁদের প্রতি আকৃষ্ট হন।
আরও পড়ুন:
ঘাড়ের পিছনে: যে সকল ব্যক্তির ঘাড়ের পিছনে জন্মদাগ থাকে, তাঁরা অল্পেই রেগে যান। এঁদের রাগ অত্যন্ত বেশি হয়। এঁরা মনের বদলে সব কিছুর বিচার মাথা দিয়ে করতে বেশি পছন্দ করেন। পেশাক্ষেত্রে এঁরা প্রচুর সফল হন।
ডান গাল: ডান গালে জন্মদাগ থাকা মেয়েদের জন্য শুভ হলেও, ছেলেদের জন্য নয়। ছেলেদের ডান গালে জন্মদাগ থাকার অর্থ হল জীবনে চলার পথে তাঁদের বহু বার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। মেয়েদের ডান গালে জন্মদাগ থাকার অর্থ এঁদের বিবাহিত জীবন অত্যন্ত সুখের হয়।
আরও পড়ুন:
পিঠ: ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালবাসেন পিঠে জন্মদাগ থাকা ব্যক্তিরা। এঁদের ভয় একটু কম। ঝুঁকি নিয়ে কোনও কাজ করতে গিয়ে যদি বিপদের সম্মুখীন হন, তা হলেও এঁরা ধৈর্য হারান না। নিজের বলে সেই পরিস্থিতি থেকে ঠিক বেরিয়ে আসেন এঁরা।