২০২৫ শেষ হতে বাকি আর হাতেগোনা কয়েকটা দিন। তার পরই শুরু হবে ২০২৬। নতুন বছর নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। সকলেই চলতি বছরের না পাওয়াগুলো নতুন বছরে পূরণ করতে চায়। আগামী বছরটা ভাল কাটানোর কামনা পুরনো বছরের শেষে কমবেশি সকলেই করে থাকেন। তবে ইচ্ছা থাকলেই যে তা পূরণ হবে এমন কোনও মানে নেই। বছরটা কার কেমন যাবে সেই বিষয়ে একটা ধারণা দিতে পারে জ্যোতিষশাস্ত্র।
আরও পড়ুন:
জ্যোতিষশাস্ত্রের একটি অতি পরিচিত বিষয় হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সাহায্যে অতি সহজে কোনও ব্যক্তির ভাগ্যের বা ভবিষ্যতের বিচার করা সম্ভব। সেই অনুযায়ী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা ২০২৬-এ কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করার সুযোগ পাবেন। এঁদের কাঁধে আসতে পারে দল পরিচালনা করার দায়ভার। এই সুযোগ এঁদের পেশাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। তালিকায় কোন কোন জন্মসংখ্যা রয়েছে জেনে নিন।
কোন জন্মসংখ্যার ব্যক্তিরা ২০২৬-এ নেতৃত্বদানের সুযোগ পাবেন?
১: ২০২৬-এ ১ জন্মসংখ্যার ব্যক্তিরা নানা দিক থেকে উন্নতি করার সুযোগ পাবেন। এঁদের জীবনে চোখে পড়ার মতো সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। মনের মতো চাকরির খোঁজ পাবেন। তবে সেখানে আপনার দায়িত্বও বাড়বে। কর্মক্ষেত্রে দলের মাথা হওয়ার যোগ দেখা যাচ্ছে। আয়ও হবে মনের মতো। নানা দিক থেকে আয়ের উৎস আপনাকে খুঁজে নেবে। ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নতুন বছরে নিজেদের মতো জীবন কাটানোর স্বাধীনতার হাতছানি পাবেন।
আরও পড়ুন:
৬: ব্যক্তিগত এবং পেশাগত, নতুন বছরে ৬ জন্মসংখ্যার ব্যক্তিরা উভয় ক্ষেত্রেই দারুণ ফল পাবেন। আপনাদের হাতেই থাকবে নেতৃত্বদানের চাবিকাঠি। আশপাশের সকলে নিজে থেকেই আপনার কথামতো কাজ করতে চাইবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে। বসের প্রশংসা কুড়োবেন। আপনারা যে কোনও কাজে সৃজনশীলতা ফুটিয়ে তুলতে পারবেন।
আরও পড়ুন:
৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নতুন বছরটা মনে রাখার মতো সুন্দর কাটতে চলেছে। পেশাক্ষেত্রে এমন উন্নতি হবে যা আপনারা কল্পনাও করতে পারছেন না। কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। যে কোনও কাজ উৎসাহ নিয়ে করতে পারবেন। এর ফলে ঊর্ধ্বতনেরা আপনার কাজের তুলনা করবেন এবং আপনি নেতৃত্বদানের সুযোগ পাবেন। এই সুযোগ আপনাকে পেশার ক্ষেত্রে অগ্রগতি পেতে সাহায্য করবে।