Advertisement
E-Paper

ভারতীয় দলের পাশে থাকার আর্জি জানালেন রোহিত, সমর্থন অমিতাভের

লর্ডসে দ্বিতীয় টেস্ট প্রথম দিন বৃষ্টির জন্য শুরুই হয়নি। দ্বিতীয় দিন শুরু হলেও বার বার বৃষ্টিতে থামতে হয়েছে। তার মধ্যেই সব উইকেট হারিয়ে বসেছে ভারত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ১৬:২৬
দ্বিতীয় দিনের ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দল। ছবি: পিটিআই।

দ্বিতীয় দিনের ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দল। ছবি: পিটিআই।

১০৭ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। কিন্তু ভারতের পাশে থাকার জন্য আর্জি জানালেন রোহিত শর্মা। তাঁকে সমর্থন করলেন অভিনেতা অমিতাভ বচ্চনও। সমর্থক মহলে যখন মিশ্র প্রতিক্রীয়া তখন কেউ পাশে দাড়ালেন তো কেউ সমালোচনা করতে ছাড়লেন না। সঞ্জয় মঞ্জরেকর যেমন প্রশ্ন তুললেন ভারতের ডিফেন্সিভ ব্যাটিং আর স্লিপ ক্যাচিং নিয়ে। যেটা টেস্ট ক্রিকেটে গুরুতবপূর্ণ বলেই মনে করছেন প্রাক্তন এই ক্রিকেটার।

লর্ডসে দ্বিতীয় টেস্ট প্রথম দিন বৃষ্টির জন্য শুরুই হয়নি। দ্বিতীয় দিন শুরু হলেও বার বার বৃষ্টিতে থামতে হয়েছে। তার মধ্যেই সব উইকেট হারিয়ে বসেছে ভারত। জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকস চূড়ান্ত চাপে রেখেছিল ভারতীয় ব্যাটিংকে। যে বিরাট কোহালি প্রথম টেস্টে দারুণ ব্যাট করেছিল পুরো ব্যাটিং ধসে যাওয়ার পরও সেই বিরাটও এ দিন ব্যর্থ।

রবিচন্দ্রম অশ্বিন সব থেকে বেশি ব্যাক্তিগত রান করলেন ২৯। তাতেই গেল গেল রব উঠেছে সমর্থক মহলে। কিন্তু রোহিত শর্মা সমর্থকদের উদ্দেশে আর্জি জানালেন পাশে থাকার। কোনও সমর্থক তো লিখলেন, ‘দেশ সঙ্কট মে হ্যায়।’ রোহিত শর্মা এ দিন টুইট করে লেখেন, ‘‘এটা ভুলো না এই প্লেয়াররাই ভারতকে এক নম্বর করেছে। যখন খারাপ সময় যায় তখন আর একটু পাশে থাকা যায়। এটা আমাদের টিম।’’

আরও পড়ুন
লর্ডসে কালো আকাশের নীচে বিধ্বস্ত ভারতীয় ব্যাটিং

রোহিত টুইট রিটুইট করে অমিতাভ বচ্চন লেখেন ‘‘আমি তোমার সঙ্গে একমত। এগিয়ে চলো ভারত। আমরা পারবই।’’ রোহিতের বক্তব্যকে পাল্টা তোপ দেগেছেন অনেক সমর্থক। তাঁদের মধ্যে একজন লিখেছেন ‘‘এটা ভুললে চলবে না এই প্লেয়াররাই (তার মধ্যে আপনিও আছেন) অ্যাওয়ে সিরিজে ফেল করে। এক নম্বরে পৌঁছেছে ঘরের মাঠে খেলে।’’ আর একজন বলেছেন ‘‘এক বছর ধরের ঘরের মাঠে খেলে এক নম্বর হয়েছে এই দল। বাইরে খেললে কোথাও থাকত না।’’ ! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

রোহিত টুইট রিটুইট করে অমিতাভ বচ্চন লেখেন ‘‘আমি তোমার সঙ্গে একমত। এগিয়ে চলো ভারত। আমরা পারবই।’’ রোহিতের বক্তব্যকে পাল্টা তোপ দেগেছেন অনেক সমর্থক। তাঁদের মধ্যে একজন লিখেছেন ‘‘এটা ভুললে চলবে না এই প্লেয়াররাই (তার মধ্যে আপনিও আছেন) অ্যাওয়ে সিরিজে ফেল করে। এক নম্বরে পৌঁছেছে ঘরের মাঠে খেলে।’’ আর একজন বলেছেন ‘‘এক বছর ধরের ঘরের মাঠে খেলে এক নম্বর হয়েছে এই দল। বাইরে খেললে কোথাও থাকত না।’’

গত দু’বছরে ভারত মোট ২৫টি টেস্ট খেলেছে। তার মধ্যে ১৬টিতে জয় এসেছে ৫টি ড্র ৪টিতে হার। এই ২৫টির মধ্যে ভারত ঘরের মাঠেই খেলেছে ১৭টি টেস্ট। চার মধ্যে ১২টিতে জয় এসেছে। চারটি ড্র একটি হার। এর মধ্যে শ্রীলঙ্কায় তিনটি টেস্ট খেলেছে। যেখানে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল হোম টিমকে। ২৫টির মধ্যে ২০টি টেস্টি এশিয়ার মধ্যে খেলেছে ভারত। তার মধ্যে ১৫টি জিতেছে। & &

Cricket Cricketer Indian Cricket Team Rohit Sharma Amitabh Bachchan রোহিত শর্মা অমিতাভ বচ্চন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy