Advertisement
২০ মে ২০২৪
Rohit Sharma may include in test team

বিরাটের পছন্দে নির্বাচকদের নজরে রোহিত

সোমবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল বেছে নেবেন নির্বাচকরা। সেই তালিকায় এবার অধিনায়কের পছন্দের বিচারে ঢুকে পড়তে পারেন রোহিত শর্মা। সোমবারই টেস্ট দল বেছে নেবেন সন্দীপ পাটিলের নেতৃত্বাধীন কমিটি। যেখানে নাম উঠে আসছে রোহিতের।

রোহিত শর্মা। ছবি: এপি।

রোহিত শর্মা। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৩
Share: Save:

সোমবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল বেছে নেবেন নির্বাচকরা। সেই তালিকায় এবার অধিনায়কের পছন্দের বিচারে ঢুকে পড়তে পারেন রোহিত শর্মা। সোমবারই টেস্ট দল বেছে নেবেন সন্দীপ পাটিলের নেতৃত্বাধীন কমিটি। যেখানে নাম উঠে আসছে রোহিতের। যদিও টেস্ট ক্রিকেটে তেমন সাফল্য নেই তাঁর। একদিনের ক্রিকেটেই তিনি সেরা। তবুও তাঁকে টেস্ট দলে চান বিরাট কোহালি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করা রোহিতের টেস্ট কেরিয়ার শুরু হয়েছিল অবশ্য সাফল্যের সঙ্গেই। যেখানে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর পর সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু ১৮টি টেস্ট খেলা রোহিতের সাফল্য দীর্ঘ জীবন পায়নি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি টেস্টের মধ্যে দুটোতে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেও তেমনভাবে রান করতে পারেননি। তার মধ্যে একটি টেস্ট বৃষ্টির জন্য ভেস্তেও যায়। তৃতীয় টেস্টের দুই ইনিংসে রোহিতের রান ৯ ও ৪১। দলীপ ট্রফির ফাইনালেও ৩০ রানে আউট হয়ে ফেরেন তিনি। এই অবস্থায় দলের জায়গা করে নেওয়ার ব্যাপারে রোহিতকে সমানে সমানে টক্কর দিচ্ছেন নবাগত শ্রেয়াস আইয়ার, মনীশ পাণ্ডে ও করুণ নায়ার।

রোহিত ছাড়াও চেতেশ্বর পূজারাও রয়েছেন নির্বাচকদের স্ক্যানারের নিচে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এই তালিকায় রয়েছেন মুরলী বিজয়ও। কিন্তু দলীপ ট্রফিতে পর পর সেঞ্চুরি করে আবার নির্বাচকদের ভরসা জিতে নিয়েছেন তিনি। বোলারদের তালিকায় রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের মধ্যে টস হতে পারে। সেই তালিকায় রয়েছেন অমিত শর্মাও। রবিচন্দ্রন অশ্বিনের দলে জায়গা করে নেওয়া পাকা। অশ্বিনের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সফলতম বোলার মহম্মদ শামি। তিনিও দলে থাকবেন এটাই স্বাভাবিক।

পেস আক্রমণের ধার বাড়াতে থাকবেন ইশান্ত শর্মাও। এ ছাড়া ভারতীয় দলের বোলিংকে ভরসা দিতে থাকবেন ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। ভারতের সামনে রয়েছে ১৩টি টেস্ট। তার পর অস্ট্রেলিয়া সফর। যার ফলে রোটেটিংয়ে দল বানাতে পারেন নির্বাচকরা। ভারতীয় ‘এ’ দলের হয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় থাকা বরুণ অ্যারন ও জায়গা করে নিতে পারেন ভারতীয় দলে। উইকেট কিপার ঋদ্ধিমান সাহার দলে ঢুকে পড়াটাও সময়ের অপেক্ষা।

আরও খবর

শিলিগুড়ি ফিরলেন ঋদ্ধিমান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand Rohit Sharma Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE