ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে উঠছেন না রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করে দেশে ফেরার বিমান ধরবেন হিটম্যান। স্যর ডনের দেশে তিনি পরে যাবেন। তার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে রিহ্যাব করবেন মুম্বই অধিনায়ক। তিনি যে পুরোদস্তুর ফিট, সেই প্রমাণ দিয়ে তবেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন।
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আইপিএলের ৪টি ম্যাচে নামতে পারেননি রোহিত। তার মধ্যেই জাতীয় দলের নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচন করে ফেলেন। চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের ৩ ফরম্যাটের দলেই প্রাথমিক ভাবে ছিলেন না হিটম্যান।
শোনা যাচ্ছিল, ফিট হয়ে অস্ট্রেলিয়া সফরে যেতে হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ফিজিয়োর সামনে ফিটনেস টেস্ট দিতে হবে তাঁকে। কিন্তু, তা আর করতে হয়নি। টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় তাঁকে।