বুধবার ৩৪ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন রোহিত শর্মা। শুরুতে তাঁর দাপটই বড় রানের ভিত গড়ে দিয়েছিল ভারতের। আউট হয়ে ফেরার পর রোহিতকে দেখা গেল ড্রেসিংরুম থেকে গ্যালারিতে থাকা মেয়ে সামাইরার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠল ভাইরাল।
ওয়াংখেড়ে হল রোহিতের ঘরের মাঠ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে রান পাননি হিটম্যান। করেছিলেন মোটে ৮ ও ১৫। ফলে, চাপ বাড়ছিল তাঁর উপর। তা ছাড়া এই ফরম্যাটে ইনিংসের শুরুতে ভারতের সতর্ক মনোভাবও সমালোচিত হচ্ছিল। বলা হচ্ছিল, প্রথম থেকেই আক্রমণাত্মক থাকা দরকার ব্যাটসম্যানদের।
বিরাট কোহালি আবার টস হেরেছিলেন বুধবার। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক কিয়েরন পোলার্ড। সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রথমে ভারতকে ব্যাট করতে হওয়ায় উদ্বেগ বাড়ছিল সমর্থকদের। কারণ, প্রথমে ব্যাট করা টিম ইন্ডিয়ার শক্তি নয়। রান তাড়াতেই স্বচ্ছন্দ বিরাটরা। কিন্তু, রোহিত শুরু থেকেই যে ভঙ্গিতে ব্যাট করলেন, তাতে আগ্রাসী মেজাজই ফুটে উঠল।
বুধবার টি-টোয়েন্টি আন্তর্জাতিকে কেরিয়ারের ১৯তম হাফ-সেঞ্চুরি করেছেন রোহিত। আউট হয়ে আসার সময় ড্রেসিংরুম থেকেই কন্যার উদ্দেশে কথা বলতে দেখা গেল। কন্যা সামাইরাকে নিয়ে স্ত্রী রীতিকা ছিলেন গ্যালারিতে। সামাইরার দৃষ্টি আকর্ষণের জন্য ড্রেসিংরুম থেকেই অঙ্গভঙ্গি করতে থাকেন রোহিত। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের সরকারি টুইটার হ্যান্ডেল এটা পোস্ট হওয়ার পর তা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
Guess who is Rohit talking to in the stands? 🤔
— Mumbai Indians (@mipaltan) December 11, 2019
Hint: 👶🏻#OneFamily #CricketMeriJaan #INDvWI pic.twitter.com/PxsGN2ySh3