Advertisement
২৪ এপ্রিল ২০২৪
আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ

রোনাল্ডোকে কাঠগড়ায় তুলে নতুন বিতর্কে মোরিনহো

চ্যাম্পিয়ন্স লিগের বল গড়ানোর আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টেনে হোসে মোরিনহোর মন্তব্যে বিতর্কের আগুন। দু’বছর আগে রিয়ালের কোচ থাকাকালীন সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের জন্য এ দিন রোনাল্ডোকে দায়ী করেছেন পর্তুগিজ কোচ। বলেছেন, “দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য আনন্দ যেমন আছে তেমনই হতাশাও আছে। তার মধ্যে অন্যতম ২০১২-এ সেমিফাইনালে পেনাল্টি ফস্কানো।”

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৫
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগের বল গড়ানোর আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টেনে হোসে মোরিনহোর মন্তব্যে বিতর্কের আগুন।

দু’বছর আগে রিয়ালের কোচ থাকাকালীন সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের জন্য এ দিন রোনাল্ডোকে দায়ী করেছেন পর্তুগিজ কোচ। বলেছেন, “দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য আনন্দ যেমন আছে তেমনই হতাশাও আছে। তার মধ্যে অন্যতম ২০১২-এ সেমিফাইনালে পেনাল্টি ফস্কানো।” যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে। প্রশ্ন উঠেছে কিছুদিন আগেই রোনাল্ডো যে বলেছিলেন ‘মোরিনহো আমার বন্ধু নন’ তারই পাল্টা জবাব দিলেন কি না ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

এ দিকে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনই মাঠে নামছে গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, রানার্স আটলেটিকো মাদ্রিদ। লিভারপুল, আর্সেনালও তাই। তবে এক যুগ পর ইউরোপের ফুটবল সিংহাসন দখল করলেও প্রথম ম্যাচে নামার আগে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ।

রিয়ালের বড় সমস্যা ছন্দের অভাব। তা ছাড়া শনিবারই লা লিগায় আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ঘরের মাঠে হারের ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জও সামলাতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। তবে চার ম্যাচে তিনটে হারের ধাক্কায় প্রায় দিশাহারা অবস্থা রিয়ালের ইতালীয় কোচ কার্লো আন্সেলোত্তির। কোচ অবশ্য বলছেন, “এমন সমস্যার সামনে আমি আগেও অনেক বার পড়েছি। এ সব সামলানোর অভিজ্ঞতা আমার রয়েছে। টিমে দারুণ সব প্লেয়ার রয়েছে। তাদের মধ্যে ভারসাম্য আনাটাই এখন আমাদের লক্ষ্য।” সঙ্গে তিনি যোগ করেন, “অনেক সময় ফুটবলে কিছুই পক্ষে যায় না। মঙ্গলবারের ম্যাচের আগে আমাদের সেটা কী ভাবে বদলানো যায় সেটা দেখতে হবে।” অবশ্য ‘লস ব্লাঙ্কোস’-এর জন্য ভাল খবরও রয়েছে। চোট সারিয়ে মাঠে নেমেই শনিবার গোল পেয়েছেন রোনাল্ডো। ছন্দে বেলও। বিখ্যাত স্প্যানিশ ক্লাবের সমর্থকরা তাই আশায়, বাসেলের বিরুদ্ধেই আন্সেলোত্তির টিমের ছন্দ ফিরবে।

মাদ্রিদের এক ক্লাব কিছুটা চিন্তায় থাকলেও অন্য ক্লাব আটলেটিকো মাদ্রিদ আবার অলিম্পিয়াকোসের চ্যালেঞ্জ নেওয়ার আগে ফুরফুরে মেজাজে। দিয়েগো কোস্তা, থিবাও কুর্তোয়াদের মতো দলের তারকা প্লেয়াররা এ বার দলে নেই তবু মরসুমের গোড়া থেকেই আটলেটিকোকে ছন্দে আনতে সফল দিয়েগো সিমিওনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE