Advertisement
১৮ মে ২০২৪

রোনাল্ডো ফ্যানের হাতে খুন মেসি ভক্ত

এমনটাই ঘটেছে। কোথায়? পর্তুগাল বা আর্জেন্তিনায় নয় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে খোদ মুম্বইয়ের মতো শহরে। যে খবর হয়তো গিয়ে পৌঁছবে না মেসি বা রোনাল্ডোর কানে। কিন্তু ফুটবল ক্রেজি ভারতের বুকেই ঘটে গিয়েছে মর্মান্তিক এই ঘটনা। যেভাবে বাঙালি দুভাগ হয়ে যায় ইস্টবেঙ্গল-মোহনবাগানে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ২২:১৪
Share: Save:

এমনটাই ঘটেছে। কোথায়? পর্তুগাল বা আর্জেন্তিনায় নয় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে খোদ মুম্বইয়ের মতো শহরে। যে খবর হয়তো গিয়ে পৌঁছবে না মেসি বা রোনাল্ডোর কানে। কিন্তু ফুটবল ক্রেজি ভারতের বুকেই ঘটে গিয়েছে মর্মান্তিক এই ঘটনা। যেভাবে বাঙালি দুভাগ হয়ে যায় ইস্টবেঙ্গল-মোহনবাগানে। ঠিক সেভাবেই ফুটবল পাগল ভারতীয়রাও দু’ভাগ হয়ে যায় মেসি-রোনাল্ডোতে। তবে তার ফল যে এতটা ভয়ঙ্কর হতে পারে কে ভেবেছিল।

বন্ধুর জন্মদিনের পার্টিতে জমা হয়েছিল সব বন্ধুরা। শনিবারের রাত ছিল। সারারাত ধরেই চলে পার্টি। রবিবার সকাল হতেই প্রায় সকলেই ফিরে যায় যে যাঁর বাড়়িতে। বাড়়ির মালিক ঘুমোতে গেলে মাইকেল ও চুকউয়ামা বলে ফুটবল খেলা দেখছিলেন। সকাল ৯.৩০ থেকে ১০টার মধ্যে শুরু হয়ে দু’জনের মধ্যে বচসা। বিষয় কে সেরা ফুটবলার। মাইকেলের বোট ছিল আর্জেন্তিনা ও বার্সেলোনা তারকা মেসির দিকে। চুকউয়ামার সমর্থন ছিল পর্তুগাল তথা রিয়েল মাদ্রিদ স্ট্রাইকার রোনাল্ডোর দিকেই। স্বাভাবিক বিতর্ক একটা সময় ভয়ঙ্কর জায়গায় চলে যায়। যাতে কাচের গ্লাস ছুঁড়ে চুকউয়ামাকে মারেন মাইকেল। কিন্তু মাইকেলের গায়ে না লেগে গ্লাস দেওয়ালে লেগে ভেঙে গেলে সেই গ্লাসের টুকরো মাইকেলের গলায় ঢুকিয়ে দেন চুকউয়ামা। বাড়়ির মালিক বন্ধু ততক্ষণে উঠে পরেছেন। কিন্তু পুলিশকে খবর দিতে দিতেই ততক্ষণে মৃত্যু হয়েছে মাইকেলের। চুকউয়ামাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবর

এ বার ধোনির হাতে তাসকিনের কাটা মুণ্ডু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ronaldo Messi Mumbai Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE