Advertisement
২৩ মে ২০২৪
মোনাকোয় নক্ষত্র সমাবেশ

মেসির সামনে বর্ষসেরা পুরস্কার রোনাল্ডোর

বৃহস্পতিবার মোনাকোয় উয়েফার অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে আসেন মেসি। আর মাদ্রিদ থেকে সি আর সেভেন উড়ে যান প্রাইভেট জেটে। গত মরসুমে রোনাল্ডো সাফল্যও পেয়েছিলেন জেট গতিতে!

অভিনন্দন: ট্রফি হাতে রোনাল্ডো। মেসি ও বুফনের শুভেচ্ছা। ছবি: টুইটার।

অভিনন্দন: ট্রফি হাতে রোনাল্ডো। মেসি ও বুফনের শুভেচ্ছা। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৫:৫০
Share: Save:

তিনি ফুটবল জাদুকর। অথচ সেই লিওনেল মেসিকে দেখতে হল তাঁকে হারিয়ে উয়েফা বর্ষসেরা ট্রফি জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বৃহস্পতিবার মোনাকোয় উয়েফার অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে আসেন মেসি। আর মাদ্রিদ থেকে সি আর সেভেন উড়ে যান প্রাইভেট জেটে। গত মরসুমে রোনাল্ডো সাফল্যও পেয়েছিলেন জেট গতিতে!

পর্তুগালকে প্রথমবার ইউরোপ সেরা করার পাশাপাশি রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের ক্ষেত্রেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন রোনাল্ডো। বার্সেলোনার হয়ে মেসি জিতেছিলেন শুধু কোপা দেল রে। অবিশ্বাস্য সাফল্যই ইউরোপের বর্ষসেরা হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছিল রোনাল্ডোকে। পুরস্কার মঞ্চে উচ্ছ্বসিত সি আর সেভেন বলেছেন, ‘‘এই ট্রফি আমাকে পরিশ্রম করতে আরও উদ্বুদ্ধ করবে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলতে পেরে গর্বিত।’’

আরও পড়ুন: পদক থেকে এক ধাপ দূরে সাইনা, সিন্ধু

চ্যাম্পিয়ন্স লিগের ড্র এবং পুরস্কার অনুষ্ঠানে থাকার জন্য বার্সেলোনা ক্লাব কর্তাদের সঙ্গে মোনাকো আসেন মেসি। শোনা গিয়েছে, যাবতীয় বিতর্ক নিয়ে মেসি এবং ক্লাব প্রেসি়ডেন্ট জোসেপ বার্তেমেউয়ের মধ্যে কথাও হয়েছে। তার আগে অবশ্য বার্সেলোনা বোর্ডের সঙ্গে ফুটবলারদের ঝামেলা চলার খবর সত্যি নয়, বলে দাবি করেন জেরার পিকে। তারকা ডিফেন্ডার আরও বলেন যে, নেমারের সঙ্গে নৈশভোজের ছবি আপলোড করার মধ্যেও কোনও অভিসন্ধি ছিল না।

স্বীকৃতি: দুই বর্ষসেরা ফুটবলার। লিকে মার্তিন্স ও রোনাল্ডো। ছবি: টুইটার।

নেমার প্যারিস সঁ জরমঁ যোগ দেওয়ার পর থেকেই জল্পনা চলছে বার্সেলোনার ক্লাবের অন্দরমহলে ফুটবলারদের সঙ্গে কর্তাদের ঝামেলা চলছে কি না। নেমার বার্সেলোনা বোর্ডের দিকে তোপ দেগে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন। অভিযোগের আঙুল উঠেছে বর্তমান প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউয়ের দিকে। তাঁর সঙ্গে ফুটবলারদের বনিবনা হচ্ছে না বলেই খবর। এবং, তার জেরে লিওনেল মেসিকেও বার্সেলোনা হারাতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। নেমার এর মধ্যে মেসি এবং সুয়ারেজের সঙ্গে ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন।

পিকে যদিও বলছেন, ‘‘আমাদের সঙ্গে বোর্ডের কোনও সমস্যা নেই। ছবি আপলোড করার মধ্যে কোনও অভিসন্ধি নেই। এটা শুধুই কাকতালীয়।’’ নেমারের সঙ্গে বার্সেলোনার তিক্ততা এখন তুঙ্গে। চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ক্লাব তাঁর বিরুদ্ধে মামলা করেছে। নেমারকে দেওয়া বোনাস ফেরত চেয়েছে বার্সেলোনা। যা নিয়ে নেমার আবার পাল্টা দাবি জানিয়েছেন ফিফায় যে, এই বোনাস তাঁর প্রাপ্য। বার্সেলোনা অন্যায় ভাবে তা আটকানোর চেষ্টা করছে। তাঁর প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে তিক্ততা যখন তুঙ্গে, তখনই এমএসএন-এর এক ফ্রেমে ছবি আপলোড করা নিয়ে তীব্র হইচই পড়ে যায়। অনেকে বলতে থাকেন, নেমারের পাশে দাঁড়িয়ে মেসি এবং সুয়ারেজ নীরব বিবৃতিই দেওয়ার চেষ্টা করলেন যে, বার্সার সংসারে সব কিছু ঠিক নেই। তাঁরাও নেমারের পাশেই।

চ্যাম্পিয়ন্স লিগ ড্র

গ্রুপ এ: • ম্যাঞ্চেস্টার ইউনাইটেড • বেনফিকা
• বাসেল • সিএসকেএ মস্কোভা

গ্রুপ বি: • বায়ার্ন মিউনিখ
• প্যারিস সঁ জরমঁ
• অ্যান্ডারলেখ্ট • সেল্টিক

গ্রুপ সি: • চেলসি
• আতলেতিকো দে মাদ্রিদ
• রোমা • কোয়ারাবেগ

গ্রুপ ডি: • য়ুভেন্তাস
• বার্সেলোনা • অলিম্পিয়াকস • স্পোর্টিং সিপি

গ্রুপ ই: • স্পার্টাক মস্কোভা
• সেভিয়া • লিভারপুল
• মারিবোর

গ্রুপ এফ: • শাখতার ডনেস্ক • ম্যাঞ্চেস্টার সিটি • নাপোলি • ফেইনুর্দ

গ্রুপ জি: • মোনাকো
• পোর্তো • বাসিকতাস
• লিপজিগ

গ্রুপ এইচ: • রিয়াল মাদ্রিদ
• বরুসিয়া ডর্টমুন্ড • টটেনহ্যাম হটস্পার • আপোয়েল

পিকে এমন আশঙ্কাকে উড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেন এ দিন। ‘‘ওটা একটা সাধারণ ফটো। ক্লাব যখন নেমারের বিরুদ্ধে মামলার ঘটনাটা জানায় বিকেল চারটের সময়। ততক্ষণে আমরা পার্টিতে চলে গিয়েছিলাম। বাইরে কী হচ্ছে, তার সব কিছু আমরা জানতাম না। আমাদের কেউ কিছু জানায়ওনি।’’

বার্সেলোনা বোর্ডকে কোনও বার্তা দিতে তাঁরা নেমারের সঙ্গে ছবি পোস্ট করেননি বলে দাবি করেন পিকে। বলেন, ‘‘আমাদের যদি কোনও বার্তা দেওয়ার থাকত, তা হলে সরাসরি সেটা করতাম। বোর্ডের সঙ্গে বসে সামনা-সামনি সেটা করতাম। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিছু করার দরকার নেই আমাদের।’’ আরও বলেন, ‘‘আমরা জানি নেমার চলে যাওয়ায় ভক্তরা হতাশ। আমরা ক্ষুব্ধ নই। এটাও মাথায় রাখতে হবে যে, পাঁচ বছর ধরে ও আমাদের সতীর্থ ছিল। নেমার দারুণ এক বন্ধু। ফুটবল ছাড়াও জীবনে বন্ধু এবং পরিচিতরাও তো গুরুত্বপূর্ণ।’’

বার্সেলোনায় এখনও অনেকে বুঝে উঠতে পারছেন না, নেমারকে কী ভাবে পিএসজি ছিনিয়ে নিয়ে যেতে পারল। ভক্তদের এই হতাশা, ক্ষোভের কারণ বুঝতে পারছেন পিকে। পাশাপাশি বলে দিতে চান, ‘‘একটা ক্লাব ওকে কিনে নেওয়ার টাকাটা দিতে এগিয়ে এসেছে। আর নেমার সেই প্রস্তাবটা পেয়ে চলে যেতে রাজি হয়েছে। তাই এটা ঘটেছে।’’ নেমারের বিদায়েই জল্পনা থামেনি যদিও। আরও বড় কৌতূহল তৈরি হয়েছে যে, এ বার মেসিও কি চলে যেতে পারেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE