Advertisement
E-Paper

রোনাল্ডোর দাম উঠল চোদ্দোশো কোটি টাকা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চাই? তা হলে দিতে হবে ১৪০ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় চোদ্দোশো কোটি টাকা! ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হিসাব অনুযায়ী ঘরের ছেলেকে ঘরে ফেরাতে এ রকম অবিশ্বাস্য অঙ্ক খরচ করতে হবে ক্লাবকে। এবং সেটা খরচ করতে ম্যাঞ্চেস্টার তৈরিও!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৯

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চাই? তা হলে দিতে হবে ১৪০ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় চোদ্দোশো কোটি টাকা!

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হিসাব অনুযায়ী ঘরের ছেলেকে ঘরে ফেরাতে এ রকম অবিশ্বাস্য অঙ্ক খরচ করতে হবে ক্লাবকে। এবং সেটা খরচ করতে ম্যাঞ্চেস্টার তৈরিও!

যে ফুটবলারকে ৮ কোটি পাউন্ডে বিক্রি করেছিল ম্যাঞ্চেস্টার, তাকে সই করিয়ে আবার দলবদলের বাজারে রেকর্ড করতে চায় ফান গলের ক্লাব।

গত কয়েক সপ্তাহে ‘রোনাল্ডো ঘরে ফেরো’ ব্যানারে ভরে গিয়েছে ওল্ড ট্র্যাফোর্ড। মহাতারকার প্রতি এখনও কতটা ভালবাসা লুকিয়ে আছে ম্যাঞ্চেস্টার সমর্থকদের মধ্যে, সেটা প্রমাণ করতে রিয়াল মাদ্রিদ ম্যাচে বিমান করে ‘কাম হোম রোনাল্ডো’ ব্যানার ওড়াতেও তৈরি তাঁরা। কিন্তু সমর্থকদের ইচ্ছে যা-ই হোক না কেন, রোনাল্ডোকে ফেরাতে তাঁকে বিক্রি করার দামের দ্বিগুণ খরচ করতে হবে রুনির ক্লাবকে। শুধু তাই নয়। সাপ্তাহিক বেতন হিসাবে প্রায় ৪ লক্ষ পাউন্ড চাইবেন রোনাল্ডো।

এক ক্লাব সূত্রের মতে সিআর সেভেনকে ফেরানোর জন্য অস্বাভাবিক অঙ্ক খরচ করতে হলেও, চিফ এগজিকিউটিভ এড উডওয়ার্ড পর্তুগিজ মহাতারকাকেই বিপণনের মুখ করতে চাইছেন। তাঁদের আশা রোনাল্ডো আসায় ‘ব্র্যান্ড-ভ্যালুতে’ আরও এগিয়ে যাবে ম্যান ইউ। জার্সি বিক্রি থেকে শুরু করে রোনাল্ডোর সব স্পনসরের থেকেও লাভবান হবে ক্লাব।

তবে সাপ্তাহিক বেতন বাড়ানোর কথা বলা হলেও, রিয়ালে এখন খুব কম অঙ্কের টাকা পান না সিআর সেভেন। প্রতি সপ্তাহে পর্তুগিজ মহাতারকার বেতন তিন লাখ ছাব্বিশ হাজার পাউন্ড। তাই রোনাল্ডোর মন ভোলাতে স্যর অ্যালেক্স ফার্গুসনকেও আসরে নামিয়ে দিয়েছে ম্যান ইউ। জল্পনা মতে প্রিয় ছাত্রকে আবার ঘরে ফেরাতে মরিয়া অবসর নেওয়া ম্যান ইউর কিংবদন্তি কোচ স্যর অ্যালেক্সও। প্রতি দিন নাকি ব্যক্তিগত ভাবে কথা বলছেন রোনাল্ডোর সঙ্গে। ম্যান ইউর প্রাক্তন তারকাকে ঘরে ফেরাতে যেমন আগ্রহী কয়েক জন ম্যান ইউ কর্তা, তেমনই আবার ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন কিংবদন্তিরা। রোনাল্ডোর প্রাক্তন ম্যান ইউ সতীর্থ গ্যারি নেভিল যেমন বলে দিলেন, পরের মরসুমে আবার হয়তো ঐতিহাসিক লাল জার্সিতে দেখা যাবে সিআর সেভেনকে। “আমি শুনেছি রিয়ালে খুশি নয় রোনাল্ডো। আগামী মরসুমে ম্যাঞ্চেস্টারে ফিরতে পারে ও। যা ক্লাব ও ফুটবলার, দু’জনের জন্যই ভাল হবে।”

যাঁকে নিয়ে এত হইচই, সেই রোনাল্ডো আবার মন দিতে চাইছেন রিয়ালের মরসুমে। দলবদলের বিতর্ক থেকে সরে ফিফার ওয়েবসাইটকে রোনাল্ডো জানিয়ে দিলেন, “এই মুহূর্তে ফুটবল ছাড়া কিছু নিয়েই ভাবতে চাইছি না।” লা লিগায় খারাপ শুরু করেও গত কয়েক ম্যাচে আবার ফর্ম ফিরে পেয়েছে কার্লো আন্সেলোত্তির দল। যার পিছনে মূল কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি গত দু’ম্যাচে সাত গোল করেছেন। চোটের সমস্যায় অনেক দিন ভুগলেও, এখন তিনি একশো শতাংশ ফিট। রোনাল্ডো বলেন, “এখন বিশ্রাম নেওয়ার সময় না। মরসুমের শুরুতে ভাল খেলতে চাই। যাতে আত্মবিশ্বাস পাই। আমার কোনও চোটের সমস্যা নেই। এখন কোনও অসুবিধা হচ্ছে না খেলতে।” প্রথম কয়েক ম্যাচে আবার রিয়ালের ত্রাতা হয়ে দেখা দিয়েছে রোনাল্ডোকে। যে প্রসঙ্গে তিনি বলেন, “মনে হয় আরও ভাল খেলতে পারব পরের কয়েকটা ম্যাচে। ট্রেনিংয়ে খুব খাটছি। আরও গোল করতে চাই।”

cr7 ronaldo 14 hundred crores man utd football real madrid transferring amount sports news online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy