Advertisement
E-Paper

নতুন বান্ধবীকে নিয়ে রিয়ালের জয় দেখলেন রোনাল্ডো

চেষ্টা করেও এখন যেন ব্যালন ডি’অর রহস্য লুকিয়ে রাখা যাচ্ছে না। গত কয়েক দিন ধরে এক রকম অঘোষিত ভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে উঠেই গিয়েছে ব্যালন ডি’অর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ০৪:০৩
রিয়াল ম্যাচে নতুন বান্ধবীর সঙ্গে এক ফ্রেমে। ছবি টুইটার

রিয়াল ম্যাচে নতুন বান্ধবীর সঙ্গে এক ফ্রেমে। ছবি টুইটার

চেষ্টা করেও এখন যেন ব্যালন ডি’অর রহস্য লুকিয়ে রাখা যাচ্ছে না।

গত কয়েক দিন ধরে এক রকম অঘোষিত ভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে উঠেই গিয়েছে ব্যালন ডি’অর। প্রচারমাধ্যমে ছড়িয়ে গিয়েছিল খবর যে, রোনাল্ডোর সাক্ষাৎকারও নিয়ে গিয়েছে বিশেষ একটি দৈনিক। ঘটনা হল, সোমবার যদি রোনাল্ডোকে ব্যালন তুলেও দেওয়া হয়, তিনি তা নেওয়ার জন্য স্বশরীরে থাকতে পারবেন না।

মুকুট ফেরত পেয়েও রাজ্যাভিষেকে উপস্থিত থাকবেন না সম্রাট।

আজ সোমবার প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ের অনুষ্ঠানেই ঘোষণা হতে চলেছে ব্যালন ডি’অর জয়ীর নাম। ইউরোপীয় প্রচারমাধ্যম অনুযায়ী সেই নামটা আর রহস্য নেই। ইউরো আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সৌজন্যে রোনাল্ডোর হাতেই উঠতে চলেছে সোনালি বল। কিন্তু দুর্ভাগ্যবশত অনুষ্ঠানেই থাকতে পারবেন না ইউরোপের সেরা ফুটবলার।

কারণ, রিয়ালের হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে রবিবার জাপানে রওনা দিয়েছেন রোনাল্ডো। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও শোনা যাচ্ছে ভিডিও স্ক্রিনেই রোনাল্ডোর প্রতিক্রিয়া দেখানো হবে।

শনিবার রাতে বিবিসি ছাড়াও আবার দেপোর্তিভোকে ৩-২ হারাল রিয়াল মাদ্রিদ। যে ম্যাচ ভিআইপি গ্যালারিতে বসে দেখলেন স্বয়ং রোনাল্ডো। সিআর সেভেন সঙ্গে নিয়ে এসেছিলেন তাঁর নতুন বান্ধবীকে। র‌্যামোসের গোলের পর দু’হাত তুলে লাফিয়ে উঠতে দেখা যায় রোনাল্ডোকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারো মোরাতার গোলে ১-০ এগোয় রিয়াল মাদ্রিদ। জবাবে জোসেলুর জোড়া গোলে ২-১ এগোয় দেপোর্তিভো। ৮৪ মিনিটে সমতা ফেরান মারিয়ানো। ম্যাচটা নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল। ফের রিয়ালের ত্রাতা হয়ে উঠলেন সের্জিও র‌্যামোস। এল ক্লাসিকোর মতো আবার এই ম্যাচের শেষলগ্নেও গোল করে জয় তুলে আনলেন ‌র‌্যামোস।

ম্যাচ শেষে আবার সেই র‌্যামোসই জানিয়ে দিলেন, এ রকম পারফরম্যান্স করলে খুব বেশি এগোতে পারবে না রিয়াল। ‘‘আমরা খুব ভাল খেলিনি। ভুল করেছি। যার খেসারতও দিতে হয়েছে। কিন্তু তার পর আমরা ঘুরে দাড়িয়েছি,’’ বলছেন রিয়াল ডিফেন্ডার। ডিফেন্ডারের সঙ্গে অবশ্য একমত নন জিনেদিন জিদান। দলের লড়াকু মানসিকতা দেখে খুশি রিয়ালের ফরাসি কোচ। ‘‘আমরা দারুণ খেলেছি। প্লেয়ারদের শুভেচ্ছা জানাতে চাই। কিছু ভুল করেছি কিন্তু শেষমেশ ফুটবলারদের প্রশংসা করতেই হবে,’’ বলছেন জিদান।

চোটের জন্য বাইরে থাকলেও নিজের ব্যক্তিগত টুইটারে দলের জয়ের পর শুভেচ্ছা জানান গ্যারেথ বেল। জিদান আবার দলকে সতর্ক করে বলেছেন, ধারাবাহিকতা ধরে রাখতে। লা লিগার শীর্ষে বসে থাকা রিয়ালের কোচ বলছেন, ‘‘আমরা কোনও না কোনও সময় পয়েন্ট নষ্ট করতেই পারি। লিগটা খুব কঠিন। কিন্তু ৩৫ ম্যাচ অপরাজিত থাকা মানে দলের জন্য দারুণ ব্যাপার।’’

Cristiano Ronaldo New GirlFriend Real madrid Georgina Rodriguez
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy