Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অবসরের কথা রুনি ভাবছেন না

জ্লাটান ইব্রাহিমোভিচ হাঁটুতে চোট পেয়ে ছিটকে যাওয়ায় প্রায় এক মাস পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে ফিরেছেন তিনি। ওয়েন রুনি মনে করেন, সর্বোচ্চ পর্যায়ে আরও কয়েক বছর খেলার ক্ষমতা রয়েছে তাঁর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:৩৬
Share: Save:

জ্লাটান ইব্রাহিমোভিচ হাঁটুতে চোট পেয়ে ছিটকে যাওয়ায় প্রায় এক মাস পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে ফিরেছেন তিনি। ওয়েন রুনি মনে করেন, সর্বোচ্চ পর্যায়ে আরও কয়েক বছর খেলার ক্ষমতা রয়েছে তাঁর।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনি বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, দলের সাফল্যে অবদান রাখতে পারব। সেটা অভিজ্ঞতা দিয়েই হোক অথবা খেলা দিয়ে।’’ রুনিকে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে বলেছেন, ‘‘দু’-তিন বছর তো বটেই, আমার মনে হয় তার চেয়েও বেশি সময় খেলতে পারব। অনেকেই বয়সের কথা বলছে। কিন্তু মনে রাখবেন, আমার বয়স এখন ৩১।’’

চলতি মরসুমে অনেক ম্যাচেই বাইরে বসে থাকতে হয়েছে রুনিকে। যা নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলছেন, ‘‘বেশি ম্যাচ না খেলায় হয়তো আমারই উপকার হচ্ছে।’’ শুধু তাই নয়। বারবার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল রুনিকে। লিখে ফেলা হয়েছিল শোকগাথাও। ইংল্যান্ডের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা বলছেন, ‘‘গত কয়েক বছর ধরেই আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছি। কিন্তু আমি নিজের কাজটা করে যাচ্ছি। সেটা হচ্ছে, পরিশ্রম করে যাওয়া আর সুযোগ পেলে সমালোচকদের ভুল প্রমাণ করা।’’

ম্যান ইউ ছাড়ার জল্পনা নিয়ে রুনি বলেছেন, ‘‘অনেক ক্লাবই আমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসেই বলে দিয়েছিলাম, আমার লক্ষ্য ইউরোপা কাপের ফাইনাল খেলা। এখনও সেটাই প্রধান লক্ষ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Wayne Rooney Retirement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE