Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ফুটছে বেঙ্গালুরু

বিরাটদের ভাংড়া, টিকিটের অনুরোধে জেরবার ক্রিকেটাররা

ফাইনালে উঠেই রীতিমতো উৎসবের মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। রবিবারের আইপিএল ফাইনাল ঘিরে উৎসব শুরু হয়ে গিয়েছে বেঙ্গালুরুতেও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০৪:২১
Share: Save:

ফাইনালে উঠেই রীতিমতো উৎসবের মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। রবিবারের আইপিএল ফাইনাল ঘিরে উৎসব শুরু হয়ে গিয়েছে বেঙ্গালুরুতেও। টিকিটের চাহিদা যেমন তুঙ্গে, তেমনই কর্পূরের মতো উবেও যাচ্ছে টিকিট।

আরসিবি দলের অলরাউন্ডার মনদীপ সিংহর পোস্ট করা ক্রিস গেইল ও বিরাট কোহালির ভাংড়া-ভিডিও রীতিমতো ‘ভাইরাল’ হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। টিম হোটেলে এই ভাংড়া সেশনের ‘গাইড’ মনদীপ নিজেই। তাঁর ভাংড়া নৈপুণ্যের সঙ্গে প্রথমে তাল মেলান গেইল। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কোহালিও। তাঁদের ভাংড়ার পারফরম্যান্স মাঠে ঝড় তোলা ফর্মের চেয়ে কোনও অংশে কম ছিল না।

আরসিবি শিবিরে যখন এই উৎসবের মেজাজ, তখন রবিবার ফাইনাল দেখতে যাওয়ার টিকিটের হাহাকার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার দু’ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায় বুধবার। বেঙ্গালুরুর উপনগরপাল সন্দীপ পাটিল স্থানীয় সংবাদপত্রকে বলেন, ‘‘টিকিটের লাইন নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে উঠেছিল।’’ আরসিবি ক্রিকেটাররাও টিকিটের হাহাকার টের পাচ্ছেন। এক ক্রিকেটার জানালেন, ফোন খুললেই নাকি ঝাঁকে ঝাঁকে আসছে টিকিটের অনুরোধ। রবিবারের ফাইনালের চিন্তার পাশাপাশি এখন টিকিটের অনুরোধ রাখাও তাঁদের বাড়তি চিন্তা হয়ে উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Royal Challengers IPL2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE