Advertisement
E-Paper

সাব্বির আসলে টি২০ সেনসেশন

শুরুটা টি২০দিয়ে। ধাপে ধাপে ওয়ান ডে, টেস্টে এখন বাংলাদেশ দলের ব্যাটিং সেনসেশন সেই ছেলেটিই। এ বছরের মার্চের শুরুতে এশিয়া কাপ টি২০তে ৫৪ বলে শ্রীলঙ্কাকে একাই হারিয়ে দিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ১৯:১৪
সাব্বির রহমান। ছবি: এএফপি।

সাব্বির রহমান। ছবি: এএফপি।

শুরুটা টি২০দিয়ে। ধাপে ধাপে ওয়ান ডে, টেস্টে এখন বাংলাদেশ দলের ব্যাটিং সেনসেশন সেই ছেলেটিই। এ বছরের মার্চের শুরুতে এশিয়া কাপ টি২০তে ৫৪ বলে শ্রীলঙ্কাকে একাই হারিয়ে দিয়েছিলেন। টুয়েন্টি-২০ কেরিয়ারে প্রথম সেঞ্চুরিটি পেয়েছেন রোববার রাতে। ৬১ বলে ১২২ রানের ওই ইনিংসটিই আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) সর্বোচ্চ ব্যক্তিগত রান।

টুয়েন্টি-২০র বিনোদনের সব অনুষঙ্গও গতকাল হার মেনেছে সাব্বির রহমান রুম্মান ঝড়ের ( ৬১ বলে ৯ চার ৯ ছক্কায় ১২২ রান) কাছে। শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠটি অনেক বড়,পীচ থেকে বাউন্ডারি রোপের দূরত্ব ৮০ গজের কাছাকাছি। এত বড় মাঠ তুলনায় আসতে পারে কেবলই অস্ট্রেলিয়ার মাঠগুলোর সঙ্গে। সেই মাঠটিতে রোববার রাতে দু’দলের সর্বমোট ২০টি ছক্কার ন’টিই সাব্বিরের! দিনের শুরুতে ঝড়টা তুলেছেন বরিশাল বুলসের দুই অভিজ্ঞ বাংলাদেশি শাহরিয়ার নাফিস ( ৪৪বলে ৬৩), মুশফিকুর রহিম ( ৫২ বলে ৮১ নট আউট)। রাজশাহী কিংসের ড্রেসিংরুমের রকস্টার কেসরিক উইলিয়ামসকে একটার পর একটা ছক্কায় জবাব দিয়েছেন মুশফিক। এই দুই সিনিয়রের ৭২ বলে ১১২ রানের পার্টনারশিপে এই টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর ১৯২/৪ এ প্রকৃতই টি-২০ রোমাঞ্চ অনুভব করেছে দর্শক। এমন ম্যাচে অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন বিপিএএল ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ১২২ রান করে। তবে ম্লান হয়েছে সাব্বিরের ৬১ বলে ১২২ রানের ইনিংসটি ! উপভোগ্য ম্যাচে শেষ ওভার থ্রিলারে ৪ রানে হেরে গিয়েছে সাব্বিরের দল।

তাঁর এই ইনিংস সাজানো ছিল ন’টি চার ন’টি ছক্কায়। শেষ পর্যন্ত ৬১ বলে ১২২ রান। ২০১২ সালে বিপিএল অভিষেকে বরিশাল বার্নাসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে গেইলের ৬১ বলে ১১৬ ছিল বিপিএল ইতিহাসে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। গেইলের সেই ঝড় ছাড়িয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি এখন সাব্বিরের।

পরিচয়টা তার টি২০ স্পেশালিস্ট হিসেবেই। ধাপে ধাপে ওয়ান ডে এবং টেস্টে নাম লেখালেও এখনও সাব্বিরের গায়ে লেগে আছে টি২০ ব্যাটসম্যানের তকমা। নিজেকে এই পরিচয়েই দেখতে পছন্দ করেন সাব্বির,‘‘ টি২০ সব সময় আমার ম্যাচ, আমার খেলা। টি২০ খেলেই আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি। ওখান থেকেই ওয়ানডে, পরবর্তীতে টেস্ট দলে সুযোগ পেয়েছি। মনে-প্রানে বিশ্বাস করি এটাই আমার ক্রিকেট। বিশ্বাস করি আজ না হোক কাল, কাল না হলে একদিন আমি বড় স্কোর করবই। সেই বিশ্বাস থেকেই সেঞ্চুরি করলাম।’’

আরও খবর

খুলনা টাইটান্সকে ফের জয় এনে দিলেন বোলার মাহমুদুল্লাহ

Sabbir Rahman Bangladesh Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy