Advertisement
০৮ মে ২০২৪
Sachin Tendulkar

সচিনের আপারকাট রহস্য ফাঁস

 শর্ট বল সামলানোর অস্ত্রও খুঁজে বার করেছিলেন সচিন নিজেই। উইকেটকিপার ও স্লিপ অঞ্চলের উপর দিয়ে বল তুলে দিতেন বাউন্ডারির উদ্দেশ্যে।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন 
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০৩:৫৮
Share: Save:

ভারতের মাটিতে সচিন তেন্ডুলকরকে কী ভাবে আউট করবেন, তা বুঝে উঠতে পারতেন না শন পোলক। প্রার্থনা করতেন, সচিন যেন একটি ভুল অন্তত করেন। কিন্তু কিংবদন্তি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাটিতে রান করলেও সমস্যায় পড়তেন বাউন্সার ও খাটো লেংথের বলের বিরুদ্ধে। সেই তথ্য নিজেই তুলে ধরেছিলেন পোলকের কাছে।

শর্ট বল সামলানোর অস্ত্রও খুঁজে বার করেছিলেন সচিন নিজেই। উইকেটকিপার ও স্লিপ অঞ্চলের উপর দিয়ে বল তুলে দিতেন বাউন্ডারির উদ্দেশ্যে। যে শট বিখ্যাত হয় ‘আপার কাট’ নামে।

বৃহস্পতিবার একটি পডকাস্টে স্মৃতিচারণায় ডুবে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন মিডিয়াম পেসার। পোলক বলেন, ‘‘সচিন এক বার আমাকে গল্প করতে করতে বলেছিল, অস্ট্রেলিয়ায় খাটো লেংথের বল খেলতে সমস্যা হত ওর। বাউন্সারের সঙ্গে মোকাবিলা করার উপায় কী, তা নিয়ে দ্বিধায় ভুগছিল। তাই আক্রমণাত্মক ভঙ্গি ব্যবহার করতে বাধ্য হয় ও।’’ পোলক যোগ করেন, ‘‘শর্ট বল দেখলেই স্লিপ ও উইকেটকিপারের মাথার উপর দিয়ে আপার কাট মেরে দিত সচিন। এটাই একজন বড় ক্রিকেটারের উদাহরণ। ওকে আটকে রাখা ছিল খুবই কঠিন।’’

ওয়ান ডে-তে ৩৯৩টি উইকেটের মালিক পোলক। টেস্টে পেয়েছেন ৪২১টি উইকেট। কিন্তু তাঁর মতো অভিজ্ঞ পেসারও সচিনকে কী ভাবে আউট করবেন, বুঝে উঠতে পারতেন না। বলে ফেলেছেন, কোনও পরিকল্পনাই খাটত না মাস্টার ব্লাস্টারের বিরুদ্ধে। পোলকের কথায়, ‘‘অনেক সময়েই এ ধরনের সমস্যা হয়েছে। বিশেষ করে উপমহাদেশে। সচিনের বিরুদ্ধে কোনও পরিকল্পনাই কাজে আসত না। এমনও ভাবতাম যে, আদৌ কি ও আউট হবে? অপেক্ষা করতাম, কখন একটা ভুল করবে ও।’’ তবে পোলক বলতে ভোলেননি, ‘‘ক্রিকেট জীবনে আমার দেখা অন্যতম সেরা অবশ্যই সচিন।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Shaun Pollock Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE