টানা ৫ দিন ধরে একই গান! সিডনিতে অপরাজিত ২৪১ রানের নেপথ্য কাহিনি ফাঁস করলেন সচিন তেন্ডুলকর। জানালেন, ওই সময় টানা একটাই গান শুনছিলেন তিনি।
২০০৩-০৪ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না সচিন। ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নে প্রথম ৩ টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ০, ১, ৩৭, ০ ও ৪৪ রান। সিডনিতে সিরিজের শেষ টেস্টে রানের জন্য তাই মরিয়া ছিলেন লিটল চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত সিডনি টেস্টে তিনি নট আউট থাকেন ২৪১ রানে। সেই ইনিংসে শট বাছাইয়ের ক্ষেত্রে সংযম দেখানোর কথা আগেই বলেছিলেন সচিন। এ বার জানালেন টেস্ট চলাকালীন শুনতে থাকা একটা গানের কথা।
নিজের ইউ টিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে সচিন বলেছেন, “সিডনিতে ২০০৪ সালে ২৪১ নট আউট করার সময় একটাই গান শুনছিলাম ৫ দিন ধরে। গানটা হল ব্রায়ান অ্যাডামসের সামার অফ ৬৯। মাঠে যাওয়ার সময়ই হোক, ড্রেসিংরুমে থাকা হোক, ব্যাট করতে নামার আগে হোক, লাঞ্চ টাইম, টি টাইম বা ম্যাচের পরে হোক কী হোটেলে ফিরে যাওয়ার সময় হোক, ৫ দিন ধরে শুধু সামার অফ ৬৯ শুনে গিয়েছিলাম।”