শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছেই সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্ট আবেগের ছিল না। বরং বিপক্ষ শিবিরের কাছেও তা হয়ে উঠেছিল আবেগের। সেই ঘটনাই জানালেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কার্ক এডওয়ার্ডস।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন সচিন। যা ছিল প্রথম ক্রিকেটার হিসেবে তাঁর ২০০তম টেস্ট। ২০১৩ সালের ১৪ নভেম্বর শুরু হয়ে টেস্ট শেষ হয়েছিল তিন দিনে। শেষ টেস্ট ইনিংসে সচিনের ব্যাটে এসেছিল ৭৪ রান। তিনি যখন ব্যাট করতে এসেছিলেন তখন ক্যারিবিয়ান ক্রিকেটাররা ‘গার্ড অফ অনার’ দিয়েছিলেন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা