ক্রিকেট যখন খেলতেন তখন সতীর্থদের বিভিন্ন ভাবে সাহায্য করতেন। অফ ফর্মে পাশে দাঁড়ানো থেকে জুনিয়ারদের টিপস—সব ক্ষেত্রেই পারদর্শী ছিলেন সচিন তেন্ডুলকর। মাঠে এবং মাঠের বাইরে সচিনের বন্ধুপ্রীতি কারওরই অজানা নয়। এ বার সেই বন্ধুদের জন্যই নিজে হাতে রান্না করলেন ভারতীয় ক্রিকেটের আইকন।
নতুন বছরের পার্টিতে বন্ধুদের জন্য তন্দুরি বানালেন সচিন। সোমবার রান্না করার সেই ভিডিও নিজেই টুইটারে পোস্ট করেন মাস্টারব্লাস্টার।
পোস্ট করা ভিডিও-এর ক্যাপশানে সচিন লেখেন, “নতুন বছরে বন্ধুদের জন্য রান্না করতে পেরে ভাল লাগছে। এটা দেখে ভাল লাগছে যে, ওদের প্রত্যেকেরই আমার রান্না খেয়ে ভাল লেগেছে। এখন নিজেদের আঙুল চাটছে। আশা করি আপনাদের সকলের নতুন বছরের সন্ধ্যটা ভালই কেটেছে।”