Advertisement
E-Paper

এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতার জনসভা। টি-টোয়েন্টি ম্যাচ। আর কী

আজ বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছিল এনুমারেশন ফর্ম পূরণের কাজ। বুথ লেভেল অফিসার (বিএলও)-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ বিলি এবং সংগ্রহ করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছিল এনুমারেশন ফর্ম পূরণের কাজ। বুথ লেভেল অফিসার (বিএলও)-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ বিলি এবং সংগ্রহ করেছেন। অনলাইনেও ওই ফর্ম পূরণের কাজ চলছিল। কমিশন সূত্রে খবর, বুধবার দুপুর পর্যন্ত ৭ কোটি ৬৬ লক্ষ ৩১ হাজার ৯৩৪টি ফর্ম বিলি হয়েছে। তার মধ্যে ৭ কোটি ৬৫ লক্ষ ৩১ হাজার ২৭৮টি ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। এখনও পর্যন্ত ৫৫৯৫টি ফর্ম বিলি করা যায়নি। আজকে শেষ দিন। আসন্ন খসড়া তালিকায় নাম তুলতে হলে রাত ১২টার মধ্যে ফর্ম জমা দিতে হবে। ফর্ম জমার শেষ দিনে এসআইআরের প্রক্রিয়ার দিকে নজর থাকবে।

আজ নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দুপুর ১২টায় দলীয় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জেলার উন্নয়নের বর্তমান অবস্থা নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের বিশেষ নির্দেশিকা দিতে পারেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে কৃষ্ণনগর যাবেন মুখ্যমন্ত্রী। আজ এই খবরে নজর থাকবে।

এক দিনের ব্যবধানে আজ আবার খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের আজ দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ১০১ রানের বিশাল ব্যবধানে জিতেছে সূর্যকুমার যাদবের দল। চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যাচের নায়ক হার্দিক পাণ্ড্য। তবে চিন্তা সূর্যের ফর্ম। তিনি কি রানে ফিরবেন? ভারত কি আজই ২-০ এগিয়ে যেতে পারবে? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন রাজ্যের কোথাও রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। গোটা রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক। এখন পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার গতি অবাধ। সাগরে নতুন করে কোনও নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্তও তৈরি হয়নি। ফলে আপাতত শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাহাড় এবং সেই সংলগ্ন জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপট।

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্রের ২৫টি সংস্থার সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। আজ বেলা ১১টায় কলকাতায় ওই বৈঠক হবে। ২৫টি সংস্থার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

News of the Day Special Intensive Revision Enumeration Form Mamata Banerjee India vs South Africa 2025 Weather Today Election Commission of India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy