Advertisement
E-Paper

পরিবহণ মন্ত্রীকে চিঠি লিখলেন সচিন

সচিন তেন্ডুলকর সব সময়ই ‘রোড সেফটি’ নিয়ে তৎপরতা দেখিয়েছে। এক বিজ্ঞাপণে ‘রোড সেফটি’ নিয়ে সামনে আসতেও দেখা গিয়েছে। সচিনের মতে, ৭০ শতাংশ বাইক চালক নকল হেলমেট ব্যবহার করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ১৯:২৯
সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।

সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।

পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ীকে চিঠি লিখলেন সচিন তেন্ডুলকর। তার দাবি টু-হুইলার চালকদের সুরক্ষার জন্য নিম্ন মানের হেলমেট প্রস্তুতকারক সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পরিবহণ মন্ত্রীকে এক চিঠিতে এই বার্তাই দিয়েছেন সচিন। তাঁর দাবি নিরাপত্তাজনিত সব জিনিস যেন উচ্চমানের হয়।

সচিন তাঁর চিঠিতে লিখেছেন, ‘‘আমি আপনাকে লিখছি কারণ, নিম্ন মানের হেলমেট প্রস্তুতকারক সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। নকল আইএসআই ছাপ দিয়ে সেগুলো বিক্রি হয়। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা বুঝি উচ্চমানের উপকরণ ব্যবহার করাটা কতটা গুরুত্বপূর্ণ। সেই একইরকম উচ্চমানের উপকরণ হেলমেটের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত।’’

সচিন তেন্ডুলকর সব সময়ই ‘রোড সেফটি’ নিয়ে তৎপরতা দেখিয়েছে। এক বিজ্ঞাপণে ‘রোড সেফটি’ নিয়ে সামনে আসতেও দেখা গিয়েছে। সচিনের মতে, ৭০ শতাংশ বাইক চালক নকল হেলমেট ব্যবহার করেন। সচিন বলেন, ‘‘পুরো বিষয়টিই খুব চিন্তার। ২০১৬তে সব সব দূর্ঘটনা মিলিয়ে বাইক চালকদের মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ। সব কিছুর থেকে বেশি। নকল হেলমেটের ব্যবহার ভয়ঙ্কর হয়ে উঠছে।’’

আরও পড়ুন
এর থেকে ভাল স্মৃতি আর কিছু হতে পারে না: সৌরভ

সচিন আরও লেখেন, ‘‘আমি জানি সরকার ‘রোড সেফটি’ নিয়ে সামনে থেকেই কাজ করছে। কিন্তু আমার আবেদন এ বার প্রস্তুকারক সংস্থাগুলোর দিকেও নজর দেওয়া হোক যারা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে।’’ দ্রুত ব্যবস্থার আবেদনও জানিয়েছেন তিনি।

Cricket Cricketer Sachin Tendulkar Road Safety Transport Minister Nitin Gadkari সচিন তেন্ডুলকর নীতিন গডকড়ী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy