Advertisement
২০ এপ্রিল ২০২৪

চনমনে চেলসি, চাপে লিভারপুল

ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ফের চনমনে চেলসি শিবির। ফুরফুরে মেজাজে ম্যানেজার আন্তোনিও কন্তে-ও।

সোজাসাপ্টা: চেলসি ছেড়ে যাবেন না জানিয়ে দিলেন কন্তে। —ফাইল চিত্র

সোজাসাপ্টা: চেলসি ছেড়ে যাবেন না জানিয়ে দিলেন কন্তে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০৩:৩২
Share: Save:

ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ফের চনমনে চেলসি শিবির। ফুরফুরে মেজাজে ম্যানেজার আন্তোনিও কন্তে-ও।

৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি। কিন্তু হঠাৎ করেই কন্তের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কারণ, ব্রিটিশ সংবাদমাধ্যমকে ইতালির এক ফুটবল এজেন্ট ফেদ্রিকো পাস্তোরিলো জানান, ইন্টার মিলানে যোগ দিতে পারেন কন্তে।

বোর্নমুথের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকেই যাবতীয় জল্পনার অবসান ঘটালেন চেলসি ম্যানেজার। কন্তে বলেছেন, ‘‘চেলসি-তে আমি খুব ভাল আছি। তাই ইতালি ফিরে যাওয়ার কোনও প্রশ্নই নেই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘পাস্তোরিলোর সাক্ষাৎকার আমি পড়েছি। কিন্তু ওকে আমি চিনি না। এক জন অচেনা ব্যক্তি কী করে আমার সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারে? চেলসি-র সঙ্গে আরও দু’বছরের চুক্তি আছে আমার।’’

স্টোক সিটি-র বিরুদ্ধে ম্যাচের আগে লিভারপুল শিবিরে অস্বস্তি বাড়ছে। হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন স্ট্রাইকার সাদিও মানে। ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছেন, ‘‘সাদিও-র অস্ত্রোপচার হবে। ওর পক্ষে এই মরসুমে আর খেলা সম্ভব নয়।’’ চোটের জন্য অধিনায়ক জর্ডান হেন্ডারসন এবং অ্যাডাম লালানা-কেও পাচ্ছেন না তিনি।

ম্যাঞ্চেস্টার সিটির সামনে চেলসি-র বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্চ। হাল সিটি-র বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেছেন, ‘‘আমাদের এখন প্রধান লক্ষ্য প্রথম চারটি দলে মধ্যে থেকে ইপিএল শেষ করা।’’

ইপিএলে দু’নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পার-ও শনিবার ঘরের মাঠে নামছে ওয়াটফোর্ডের বিরুদ্ধে। চোট সারিয়ে তিন ম্যাচ পরে মাঠে ফিরছেন দলের প্রধান স্ট্রাইকার হ্যারি কেন। মিডলসব্রোর প্রতিপক্ষ বার্নলে। ওয়েস্ট ব্রমউইচের খেলা সাউদাম্পটনের বিরুদ্ধে।

ইপিএল

• লিভারপুল বনাম হাল সিটি (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান)।

• ম্যাঞ্চেস্টার সিটি বনাম স্টোক সিটি (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু)।

দু’টো ম্যাচই শুরু সন্ধে ৭.২০ থেকে।

• চেলসি বনাম বোর্নমুথ

(রাত ১০.০০, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE