Advertisement
E-Paper

সিঙ্গাপুরে জয়ী সাইনা, সিন্ধু

প্রতিযোগিতার চতুর্থ বাছাই পি ভি সিন্ধু ম্যাচ জিততে সময় নেন ২৭ মিনিট। তিনি হারান ইন্দোনেশিয়ার লিয়ান্নি আলেসান্দ্রা মইনাকিকে। ম্যাচের ফল ২১-৯, ২১-৭।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০৪:৪৮
সফল: প্রথম রাউন্ডে সহজ জয় সিন্ধু, সাইনার। ফাইল চিত্র

সফল: প্রথম রাউন্ডে সহজ জয় সিন্ধু, সাইনার। ফাইল চিত্র

সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ডে গেলেন ভারতের দুই ব্যাডমিন্টন কন্যা সাইনা নেহওয়াল ও পি ভি সিন্ধু। দু’জনেই জিতলেন স্ট্রেট গেমে।

প্রতিযোগিতার চতুর্থ বাছাই পি ভি সিন্ধু ম্যাচ জিততে সময় নেন ২৭ মিনিট। তিনি হারান ইন্দোনেশিয়ার লিয়ান্নি আলেসান্দ্রা মইনাকিকে। ম্যাচের ফল ২১-৯, ২১-৭।

অন্য ম্যাচে, ষষ্ঠ বাছাই সাইনা হারান ইন্দোনেশিয়ার আর এক ব্যাডমিন্টন খেলোয়াড় ইউলিয়া ইয়োসেফিন সুশান্তকে। ম্যাচের ফল ২১-১৬, ২১-১১।

দ্বিতীয় রাউন্ডে রিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধুর প্রতিপক্ষ ডেনমার্কের মিয়া ব্লিখফেত। অন্য দিকে সাইনা দ্বিতীয় রাউন্ডে খেলবেন তাইল্যান্ডের পর্ণপই চোচুয়োং-এর বিরুদ্ধে।

তবে মেয়েরা এগোলেও পুরুষদের ডাবলসে মনু আত্রি ও বি সুমিত রেড্ডির জুটি হেরে গেল বাছাই পর্ব থেকে উঠে আসা সিঙ্গাপুরের ড্যানি বাওয়া ক্রিসনান্তা ও কিন হিন লো জুটির বিরুদ্ধে। ম্যাচের ফল ১৩-২১, ১৭-২১।

মিক্সড ডাবলসে সৌরভ শর্মা ও অনৌষ্কা পারেখ জুটি ১২-২১, ১২-২১ ফলে হারলেন প্রতিযোগিতার তৃতীয় বাছাই তাইল্যান্ডের দেশাপল পুয়াভারানুক্রো ও সাপসিরি তেরাত্তানাচাইয়ের কাছে। তবে প্রণব জেরি চোপড়া ও এন সিক্কি রেড্ডির জুটি ২১-১৮, ২১-৭ ফলে জিতেছে ভারতেরই অর্জুন এম আর ও কে মণীষার বিরুদ্ধে।

Badminton Singapore Open P V Sindhu Saina Nehwal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy