Advertisement
০৩ মে ২০২৪
Kho Kho

জাতীয় দলই ‘পাখির চোখ’ সামিরুলের

সামিরুলের বাবা মীনারুল শেখ পেশায় গাড়িচালক তাঁর সংসারের ‘নুন আনতে পান্তা ফুরনো’র অবস্থা।

সামিরুল ইসলাম। নিজস্ব চিত্র

সামিরুল ইসলাম। নিজস্ব চিত্র

মফিদুল ইসলাম
হরিহরপাড়া শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫২
Share: Save:

লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেওয়া। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে হরিহরপাড়ার সামিরুল ইসলাম।

হরিহরপাড়ার চোঁয়া বিবিপাল বিদ্যানিকেতনের ক্লাস নাইনের ছাত্র সামিরুল সম্প্রতি অনূর্ধ্ব-১৪ জাতীয় স্তরের খো খো প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিল। জেলা থেকে একমাত্র সে-ই রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিল। ২৬ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রের সাতারায় অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৪ খোখো প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় এ রাজ্য।

সামিরুলের বাবা মীনারুল শেখ পেশায় গাড়িচালক তাঁর সংসারের ‘নুন আনতে পান্তা ফুরনো’র অবস্থা। তবে ছেলে একদিন সংসারে সচ্ছলতা আনবে, সেই আশায় দিন গুনছে তার পরিবার। দু’দিন আগে মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরেছে সামিরুল। ফিরে এসেই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে সে। স্কুলের দুই ক্রীড়া শিক্ষকের তত্ত্বাবধানে সে এক ঘণ্টা করে অনুশীলন করছে। লক্ষ্য আগামী বছর একই প্রতিযোগিতায় ভাল ফল করা। মহারাষ্ট্রের সাতারায় আয়োজিত জাতীয় স্তরের ওই প্রতিযোগিতায় দেশের পঁচিশটি অঙ্গরাজ্য অংশ নিয়েছিল। সামিরুল জানায়, মহারাষ্ট্রে যাওয়ার আগে পূর্ব বর্ধমানের রওশনপুরে তিন দিনের এক প্রশিক্ষণ শিবিরে সো যোগ দিয়েছিল। প্রতিযোগিতায় লিগ স্তরের খেলায় চারটি ম্যাচ খেলে পশ্চিমবঙ্গ। তারপর কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্রের। সবক’টি ম্যাচেই ভাল খেলেছে সামিল। ওই স্কুলের ক্রীড়া শিক্ষক অভিজিৎ মণ্ডল ও মোতালেব শেখ বলেন, "খেলাধুলোয় ছাত্রছাত্রীদের আগের মতো উৎসাহ নেই। তবে তার মধ্যেও আমরা সাধ্যমতো চেষ্টা করছি যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও ছাত্রছাত্রীরা উৎসাহিত বোধ করে। সামিরুল স্কুলের বাকি ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা।’’ সামিরুলকে নিয়ে আশাবাদী তার শিক্ষক-শিক্ষিকারাও। মঙ্গলবার স্কুলে গিয়েছিল সামিরুল। সেখানেই সে জানাল, ‘‘এ ক’দিনে অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে জাতীয় দলে জায়গা পাওয়াই আমার লক্ষ্য।’’

সামিরুলের স্বপ্ন বাস্তবায়িত করতে তাকে সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে তার স্কুল। প্রধান শিক্ষক শ্যামল মজুমদার বললেন, ‘‘সামিরুলের জন্য আমরা গর্বিত। আমরা সকলে ওর পাশে আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kho Kho Samirul Islam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE