Advertisement
০১ মে ২০২৪

অবসরই নিচ্ছেন সঙ্গকারা

ওয়ান ডে থেকে অবসর নিয়ে ফেলেছিলেন বিশ্বকাপ শেষ হওয়ার পর। টি-টোয়েন্টি ছেড়েছেন তারও আগে। টেস্ট ক্যাপও তুলে রাখবেন কি না কুমার সঙ্গকারা, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা ছিল। জল্পনা শেষ করে এ দিন সঙ্গকারা জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে অগস্টের টেস্ট সিরিজের প্রথম দুটো ম্যাচ খেলে সাদা জার্সি তুলে রাখবেন।

সংবাদ সংস্থা
কলম্বো শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:১০
Share: Save:

ওয়ান ডে থেকে অবসর নিয়ে ফেলেছিলেন বিশ্বকাপ শেষ হওয়ার পর। টি-টোয়েন্টি ছেড়েছেন তারও আগে। টেস্ট ক্যাপও তুলে রাখবেন কি না কুমার সঙ্গকারা, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা ছিল। জল্পনা শেষ করে এ দিন সঙ্গকারা জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে অগস্টের টেস্ট সিরিজের প্রথম দুটো ম্যাচ খেলে সাদা জার্সি তুলে রাখবেন।

মাসকয়েক আগে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা খেলে অবসর নেবেন। তার পর ফের নিজেই বলেছিলেন, টেস্ট অবসর নিয়ে নতুন করে ভেবে দেখবেন। তাই জল্পনা ছড়িয়েছিল যে, অগস্টে হয়তো অবসর না-ও নিতে পারেন সঙ্গা। এ দিন অবশ্য তিনি পরিষ্কার বলে দেন, পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে তিনি নেই। এবং ভারতের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচ খেলে টেস্ট থেকেই অবসর নিয়ে ফেলছেন। তাঁর কথায়, ‘‘এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়।’’ অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে টেস্ট খেলবে ভারত। সিরিজের সূচি যদিও চূড়ান্ত হয়নি। ৩৭ বছরের সঙ্গা দেশের হয়ে ১৩২টা টেস্ট খেলে ৩৮ সেঞ্চুরির মালিক। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের পর টেস্টও ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু নির্বাচকেরা আরও চারটে টেস্ট খেলতে বলেছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE