Advertisement
E-Paper

সিএবি-র বাংলা দলে বাছাই পর্বে সঙ্গীতা

খুব ছোটবেলায় সমবয়সীরা যখন পুতুল নিয়ে খেলত, সেই সময় ক্রিকেট ব্যাট হাতে মাঠে বল পেটাত ঝাড়গ্রামের সঙ্গীতা শীট। সঙ্গীতার এমন আচরণে পড়শিদের কেউ কেউ ভুরু কোঁচকাতেন। সঙ্গীতাকে অবশ্য বরাবর উৎসাহ দিয়ে গিয়েছেন অভিভাবকরা।

কিংশুক গুপ্ত

শেষ আপডেট: ১৯ জুন ২০১৬ ০৭:০৮
 অনুশীলনে ব্যস্ত সঙ্গীতা। —নিজস্ব চিত্র।

অনুশীলনে ব্যস্ত সঙ্গীতা। —নিজস্ব চিত্র।

খুব ছোটবেলায় সমবয়সীরা যখন পুতুল নিয়ে খেলত, সেই সময় ক্রিকেট ব্যাট হাতে মাঠে বল পেটাত ঝাড়গ্রামের সঙ্গীতা শীট। সঙ্গীতার এমন আচরণে পড়শিদের কেউ কেউ ভুরু কোঁচকাতেন। সঙ্গীতাকে অবশ্য বরাবর উৎসাহ দিয়ে গিয়েছেন অভিভাবকরা। নিয়মিত অনুশীলন এবং জেলা স্তরের ক্রিকেট প্রতিযোগিতায় সাফল্যের পরে স্কুলপড়ুয়া সঙ্গীতা এ বার সিএবি-র মেয়েদের অনুর্ধ্ব-১৬ বাংলা দলে বাছাই পর্বের জন্য ডাক পেয়েছে। বাছাই পর্বের খেলায় সফল হলে সরাসরি বাংলা দলের হয়ে খেলার সুযোগ পাবে সে। ঝাড়গ্রামের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।

সঙ্গীতা এমন সুযোগ পাওয়ায় রীতিমতো আপ্লুত তার পাড়া-পড়শি, স্কুলের শিক্ষিকা ও সহপাঠীরা। ঝাড়গ্রাম রানি বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সঙ্গীতার বাড়ি ঝাড়গ্রাম শহরের বেনাগেড়িয়ায়। ক্রিকেটের ‘অলরাউণ্ডার’ সঙ্গীতা ব্যাটিং ও ডান হাতি স্পিন বোলিং-এ সিদ্ধহস্ত। সঙ্গীতার বাবা উত্তম শীট একটি বেসরকারি সংস্থার ম্যানেজার। উত্তমবাবু জানালেন, খুব ছোটবেলা থেকে ক্রিকেটই সঙ্গীতার ধ্যানজ্ঞান। তাই বছর দু’য়েক আগে তিনি সঙ্গীতাকে ঝাড়গ্রামের রঘুনাথ মেমোরিয়াল স্পোর্টিং ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। তখন সঙ্গীতা অষ্টম শ্রেণিতে পড়ত। তারপর গত দু’বছরে ক্রিকেট প্রশিক্ষক তাপসকুমার দাসের তত্ত্বাবধানে সঙ্গীতা নিজেকে তিলে তিলে সফল ব্যাটসম্যান ও বোলার হিসেবে তৈরি করেছে। ইতিমধ্যে জেলাস্তরের স্কুল ভিত্তিক ক্রীড়ায় নজর কেড়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মেদিনীপুরে আয়োজিত সিএবি-র জেলাস্তরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতায় সর্বসাধারণ বিভাগে ৪৮ রান করে নজর কেড়েছে সে। এই রানের দৌলতেই সিএবি-র মেয়েদের অনুর্ধ্ব-১৬ বাংলা দলে বাছাই পর্বের জন্য ডাক পেয়েছে সঙ্গীতা। আগামী ২৬ জুন বাছাই পর্বে যোগ দেওয়ার জন্য কলকাতা যাচ্ছে সে। ক্রিকেট প্রশিক্ষক তাপসকুমার দাস বলেন, “সফল হওয়ার জন্য সঙ্গীতা প্রতিদিন রাজবাড়ি মাঠে কঠোর অনুশীল করছে। অভিভাবকরাও ওকে নিয়মিত উৎসাহ জুগিয়ে চলেছেন।” সঙ্গীতার মা সুনীতাদেবী জানালেন, সঙ্গীতাকে দেখে এখন পাড়ার কয়েকজন স্কুল-কলেজ ছাত্রীও নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ নিতে শুরু করেছে। সঙ্গীতার স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পলতা মুখোপাধ্যায় বলেন, “সঙ্গীতা আমাদের স্কুলের গর্ব। আমাদের বিশ্বাস সঙ্গীতা সফল হবেই।” সঙ্গীতার কথায়, “ভাবতে পারিনি এত কম সময়ে সিএবি থেকে ডাক পাবো। সফল হওয়ার জন্য মনপ্রাণ ঢেলে অনুশীলন করছি।” সঙ্গীতার প্রিয় খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিংহ ধোনি। ভবিষ্যতে মেয়েদের জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে সঙ্গীতা।

CAB Cricket for girls
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy