Advertisement
১৬ মে ২০২৪
Sports News

সাত নম্বর গ্র্যান্ডস্লামের স্বপ্ন অধরাই থেকে গেল সানিয়ার

অস্ট্রেলিয়ান ওপেনে আজ ছিল সুপার সানডে। সকালে সানিয়া-ডোডিজ জুটির মিক্স ডাবলস ফাইনালের পর দুপুরে বিশ্ব টেনিসের সব থেকে বড় ম্যাচ। মুখোমুখি হতে চলেছেন ফেডেরার-নাদাল।

সানিয়া মির্জা এবং  ডোডিজ। ছবি: এ পি।

সানিয়া মির্জা এবং ডোডিজ। ছবি: এ পি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ১২:৩৬
Share: Save:

অস্ট্রেলিয়ান ওপেনে আজ ছিল সুপার সানডে। সকালে সানিয়া-ডোডিজ জুটির মিক্স ডাবলস ফাইনালের পর দুপুরে বিশ্ব টেনিসের সব থেকে বড় ম্যাচ। মুখোমুখি হতে চলেছেন ফেডেরার-নাদাল। সকালের শুরুটা ভাল হল না ভারতীয় টেনিস ফ্যানদের জন্য। টুর্নামেন্টের অবাছাই জুটির কাছে স্ট্রেট সেটে হেরে গেল দ্বিতীয় বাছাইরা। শনিবারই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেরেনা দিদি ভেনাসকে হারিয়ে ২৩তম গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছিনিয়ে নিয়েছেন স্টেফিগ্রাফের কাছ থেকে।এদিনও অনেক আশা নিয়েই সানিয়াদের ম্যাচে চোখ রেখেছিলেন টেনিসপ্রেমীরা। কিন্তু হতাশই করল ইন্দো-ক্রোয়েশিয়ান জুটি। আবিগেইল স্পেয়ার্স-জুয়ান সেবাস্তিয়ান জুটির সামনে দাঁড়াতেই পারলেন না সানিয়ারা।

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলস ফাইনালে আমেরিকা-কলোম্বিয়া জুটির কাছে ৬-২, ৬-৪এ হেরে গেলেন সানিয়া-ডোডিজ। প্রথম থেকেই চাপে পড়ে গিয়েছিলেন সানিয়ারা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর একটা মরিয়া চেষ্টাও করেছিলেন। কিন্তু খারাপ সার্ভিস আর আন ফোর্সড এররে জন্য সেটাও সম্ভব হয়নি। সানিয়ার দখলে ইতিমধ্যেই রয়েছে তিনটি মিক্স ডাবলস শিরোপা। শেষটি এসেছিল ২০১৪ সালে ইউএস ওপেনে। সে বার সানিয়ার পার্টনার ছিলেন ব্রাজিলেন ব্রুনো সোরস। যদিও সানিয়ার প্রথম গ্র্যান্ডস্লাম এসেছিল এই ইভান ডোডিজের সঙ্গে জুটি বেঁধেই। কিন্তু শেষটা জয় দিয়ে হল না। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল। নিজের খেলায় স্বভাবতই হতাশ সানিয়া। তিনি নিজেও জানেন তাঁর সেরাটা এদিন দিতে পারেননি তিনি।

আরও খবর: দিদিকে হারিয়ে, স্টেফির রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sania Mirza Ivan Dodig Australian Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE