Advertisement
১৯ মে ২০২৪

লিয়েন্ডার জিতলেও হারলেন সানিয়ারা

নবম বাছাই বোপান্নাদের দ্বিতীয় রাউন্ডে উঠতে সে ভাবে ঘাম ঝরাতে হল না। নবম বাছাই ইন্দো-উরুগুয়ান জুটি একপেশে লড়াইয়ে ৬-১, ৬-১ হারান ফ্রান্সের ম্যাথিয়াস বোর্গুয়া এবং পল হেনরি ম্যাথিউকে। মাত্র ৫৩ মিনিটে তাঁরা জয় নিশ্চিত করে ফেলেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ০৪:৪৫
Share: Save:

ভারতীয় সমর্থকদের জন্য বুধবার ফরাসি ওপেনে ভাল আর খারাপ দুটো খবরই অপেক্ষা করছিল। এক দিকে রোহন বোপান্না ও উরুগুয়ের পাবলো কুয়েভাসের জুটি প্রথম রাউন্ডে জিতলেন। তবে মেয়েদের ডাবলসে অপ্রত্যাশিতভাবে ছিটকে গেলেন সানিয়া মির্জা এবং ইয়ারোস্লাভা শ্বেদোভার জুটি।

নবম বাছাই বোপান্নাদের দ্বিতীয় রাউন্ডে উঠতে সে ভাবে ঘাম ঝরাতে হল না। নবম বাছাই ইন্দো-উরুগুয়ান জুটি একপেশে লড়াইয়ে ৬-১, ৬-১ হারান ফ্রান্সের ম্যাথিয়াস বোর্গুয়া এবং পল হেনরি ম্যাথিউকে। মাত্র ৫৩ মিনিটে তাঁরা জয় নিশ্চিত করে ফেলেন। জিতলেন লিয়েন্ডার পেজ এবং স্কট লিপস্কির জুটিও। প্রথম রাউন্ডে তাঁরা হারালেন রাডু আলবো এবং হিওন চুং-কে ৭-৬ (৭-৫), ৪-৬, ৬-২।

চমক অপেক্ষা করছিল চতুর্থ বাছাই সানিয়াদের জন্য। অবাছাই রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এবং অস্ট্রেলিয়ার দারিয়া গাভরিলোভার জুটির বিরুদ্ধে প্রবল লড়াইয়ের পরে সানিয়ারা হারেন ৬-৭ (৫-৭), ৬-১, ২-৬। যে লড়াই চলে দু’ঘণ্টা ২৩ মিনিট।

আরও পড়ুন: ফরাসি ওপেনের ডাবলস থেকে বিদায় সানিয়ার, এগোলেন বোপান্নারা

পুরুষদের সিঙ্গলসেও এ দিন অঘটন রেনজো অলিভিওর। ১৯৮৩-র পরে প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নের ট্রফি জেতার নজির গড়তে ফরাসি সমর্থকদের বড় ভরসা ছিল জো উইলফ্রেড সঙ্গার উপর। তাঁকে বিশ্বের ৯১ নম্বরে থাকা অলিভিও হারান ৭-৫, ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-৪।

মেয়েদের সিঙ্গলসে আবার পেত্রা কিতোভার কোর্টে প্রত্যাবর্তনের লড়াই থামিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের বেথানি মাটেক স্যান্ডস। চেক প্রজাতন্ত্রের তারকা হারেন ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৫)। ডিসেম্বরে নিজের বাড়িতে দুষ্কৃতীর ছুরি নিয়ে আক্রমণে মারাত্মক ভাবে আহত হয়েছিলেন তিনি। উইম্বলডনের আগে তাঁর কোর্টে ফেরায় সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সেটা জেনেই হারের পরে দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন বলেন, ‘‘নিশ্চয়ই আমি হতাশ। এখানে জিততেই এসেছিলাম। তবে আমি কিন্তু প্রচুর লড়াই করেছি। ম্যাচটার পরে সাধারণত হেরে যতটা খারাপ লাগে সে রকম মনে হচ্ছিল না।’’ সঙ্গে যোগ করেন, ‘‘হেরে গেলেও এখানে যে নামতে পেরেছি সেটাই খুব ভাল লাগছে। তবে রূপকথাটা আজই শেষ হয়ে গেল।’’

মেয়েদের সিঙ্গলসে এগোলেন ভিনাস উইলিয়ামসও। জাপানের কুরুমি নারাকে ৬-৩, ৬-১ হারিয়ে তিনি তৃতীয় রাউন্ডে উঠলেন। আগামী মাসেই তিনি ৩৭ বছরে পড়বেন। ২০০২ এর রানার্স ভিনাস পরের রাউন্ডে মুখোমুখি হবেন বেলজিয়ামের এলিসে মের্টেন্স অথবা ডাচ কোয়ালিফায়ার রিচেল হজেনক্যাম্পের বিরুদ্ধে। ভিনাসকে সমর্থন জানাতে মা হতে চলা সেরিনা উইলিয়ামসও এখন প্যারিসে। প্রাক্তন বিশ্বসেরার দিদি ম্যাচের পরে বললেন, ‘‘ড্র দেখে আমার ট্রফি জেতার সুযোগ আছে কি, নেই সে সব ভাবছিই না এখন। আপাতত শুধু নিজের খেলায় ফোকাস করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE