করোনাভাইরাসের প্রকোপে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে আইপিএল। কিন্তু, তার পর কি আর এই মরসুমে লিগ হবে? সংশয় বাড়ছে ক্রমশ। সঞ্জয় মঞ্জরেকর অবশ্য মনে করছেন, সমস্ত বিধিনিষেধ উঠে গেলেই আইপিএল আয়োজন করা উচিত।
এই মুহূর্তে দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি গোটা দেশ। শুধু দেশ নয়, খেলাধূলার দুনিয়াও পুরো স্তব্ধ। অলিম্পক্স থেকে ইউরো কাপ, কোপা আমেরিকা— পিছিয়ে গিয়েছে এক বছর। পিছিয়ে গিয়েছে ফরাসি ওপেন। এ বছরের জন্য বাতিল হয়ে গিয়েছে উইম্বলডন। এই আবহে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর অবশ্য আইপিএল আয়োজনের পক্ষেই সওয়াল করছেন।
আরও পড়ুন: বাবার সঙ্গে নাচের ভিডিয়ো, রোহিতের ট্রোলে ক্লিন বোল্ড চহাল