Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Cricket

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দু’ জন পছন্দের ক্রিকেটারের নাম জানালেন মঞ্জরেকর

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের প্যানেল থেকে সরিয়ে দিয়েছে মঞ্জরেকরকে। দেশের সেই প্রাক্তন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দু’ জন ক্রিকেটারের নাম জানালেন।

ভক্তের প্রশ্নের জবাবে দু’ জন পছন্দের ক্রিকেটারের নাম জানালেন মঞ্জরেকর। —ফাইল চিত্র।

ভক্তের প্রশ্নের জবাবে দু’ জন পছন্দের ক্রিকেটারের নাম জানালেন মঞ্জরেকর। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ১৯:০০
Share: Save:

এগিয়ে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তিনি যদি জাতীয় দলের নির্বাচক হতেন, তা হলে চার নম্বর পজিশন ও অলরাউন্ডারের জন্য কাদের বাছতেন?

এক ভক্ত এমনই প্রশ্নই করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরকে। টুইটারে সেই ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন মঞ্জরেকর। সেই দুই ক্রিকেটার কারা? মঞ্জরেকর বলছেন, ‘‘চার নম্বরের জন্য শ্রেয়াস আইয়ার ও অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্যকে দলে নিতাম।’’

সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের প্যানেল থেকে সরিয়ে দিয়েছে মঞ্জরেকরকে। তা নিয়ে সম্প্রতি আলোড়ন হয়েছে ভারতীয় ক্রিকেটে। সেই তিনিই জানিয়ে দিয়েছেন তাঁর পছন্দের দুই ক্রিকেটারের নাম।

আরও পড়ুন: কলকাতা টেস্ট জেতার পর কী বলেছিলেন কোচ জন রাইট? ফাঁস করলেন লক্ষ্মণ

চার নম্বর পজিশনের জন্য আইয়ারের কথা আগেই বলেছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইয়ার নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন। তিনটি ওয়ানডে-তে ২১৭ রান করেছিলেন। টি টোয়েন্টিতে পাঁচটি ইনিংসে ১৫৩ রান করেন আইয়ার। বড় শট খেলতে দক্ষ তিনি। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে রান করে যেতে পারেন। সেই কারণেই চার নম্বর পজিশনে আইয়ারকে ভেবেছেন মঞ্জরেকর।

আরও পড়ুন: সেরা পুলারের তালিকায় নেই রোহিত! আইসিসিকে টুইটে খোঁচা হিটম্যানের

হার্দিক পাণ্ড্য অবশ্য বেশ কয়েকদিন ধরেই দলের বাইরে। অক্টোবরে তাঁর অস্ত্রোপচার হয়েছে। তার পরে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে ডাক পেয়েছিলেন পাণ্ড্য। কিন্তু সেই সিরিজের বলই গড়ায়নি। পাণ্ড্যর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কারওর মনেই। যে কোনও মুহূর্তে গিয়ার পরিবর্তন করতে পারেন তিনি। বল হাতেও বিপক্ষের রান থামিয়ে রাখতে দক্ষ তিনি। এ রকম দু’ জন ক্রিকেটারকেই তো দলে চান সবাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanjay Manjrekar Hardik Pandya Shreyas Iyer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE