Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নক-আউট ধরে নিয়ে নামার লক্ষ্য সঞ্জয়ের

মুম্বই থেকে এসে গত বছর ট্রায়াল দিয়ে সুযোগ পেয়েছিলেন মোহনবাগানে। আইএসএলে দিল্লি ডায়নামোজ-এর হয়ে তাঁর চার গোল রয়েছে এই মরসুমেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:৩৯
Share: Save:

মুম্বই থেকে এসে গত বছর ট্রায়াল দিয়ে সুযোগ পেয়েছিলেন মোহনবাগানে। আইএসএলে দিল্লি ডায়নামোজ-এর হয়ে তাঁর চার গোল রয়েছে এই মরসুমেই। মোহনবাগানের মিডিও কেইন লুইস চলতি আই লিগে আর ফিরতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হল। সূত্রের খবর, কেইন-কে ছেড়ে দেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

মুম্বইতে বৃহস্পতিবার দুপুরে ফিজিক্যাল ট্রেনিংয়ের ফাঁকে কেইন অবশ্য ফোনে বললেন, ‘‘শ্রীলঙ্কায় গিয়ে চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারিনি। গোড়ালির চোট ভোগাচ্ছে। তিন সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন ডাক্তাররা। আশা করছি মার্চের শেষ দিকে মাঠে ফিরতে পারব।’’ মোহনবাগান কোচ সঞ্জয় সেন যদিও তাঁকে নিয়ে খুব একটা আশাবাদী নন। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু থেকে সঞ্জয় ফোনে বললেন, ‘‘কেইন বিশ্রামে আছে। মাঠে নামার পর বুঝতে পারব, আই লিগে খেলার মতো অবস্থায় আছে কি না।’’ কেইন যেখানে খেলেন সেই পজিশনেই খেলেন সনি নর্দে।

বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলতে বেঙ্গালুরু পৌঁছলেন সনি-কাতসুমিরা। সেখানে দু’দিনের ব্যবধানে আই লিগ এবং এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচ আছে সঞ্জয় সেনের টিমের। ১৪ মার্চ এএফসি ম্যাচ খেলার পর ড্যারেল ডাফিদের পাঁচ দিনের ছুটি দেবেন মোহনবাগান কোচ। বেঙ্গালুরু খুব ভাল ফর্মে না থাকলেও সুনীল ছেত্রীদের সমীহ করছেন সবুজ-মেরুন কোচ। ‘‘খেতাব জিততে হলে জয় ছাড়া অন্য কোনও রাস্তা নেই। বেঙ্গালুরু কোথায় কত পয়েন্ট নষ্ট করল, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। পয়েন্ট নষ্ট করলেই ছিটকে যাব ভেবে নক আউটের মনোভাব নিয়ে খেলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanjay Sen Bengaluru FC I-League Mohun Bagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE