Advertisement
০৬ মে ২০২৪

ফেডারেশন কাপের প্রস্তুতি হিসাবে মাজিয়া ম্যাচকে দেখছেন সঞ্জয়

মঙ্গলবার মলদ্বীপে সঞ্জয়কে ফোনে ধরা হলে বললেন, ‘‘এএফসি কাপের নক আউট পর্বে পৌঁছে গিয়েছে। তাই এই মুহূর্তে আমাদের কাছে ফেডারেশন কাপ বেশি গুরুত্বপূর্ণ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ০৪:৫৩
Share: Save:

এএফসি কাপে মাজিয়ার বিরুদ্ধে আজ বুধবারের ম্যাচটিকে ফেডারেশন কাপের মঞ্চ হিসেবেই দেখছেন সঞ্জয় সেন!

মঙ্গলবার মলদ্বীপে সঞ্জয়কে ফোনে ধরা হলে বললেন, ‘‘এএফসি কাপের নক আউট পর্বে পৌঁছে গিয়েছে। তাই এই মুহূর্তে আমাদের কাছে ফেডারেশন কাপ বেশি গুরুত্বপূর্ণ। সে জন্য নিজেদের বাঁচিয়ে খেলতে হবে। যাতে ফেড কাপে আমি পুরো টিমকে সুস্থ পাই। আই লিগ পাইনি। অন্তত ফেড কাপ চ্যাম্পিয়ন তো হতেই হবে।’’ আই লিগ হাতছাড়া হওয়ার আফসোসটা এখনও রয়ে গিয়েছে পুরো বাগান শিবিরেই। হেড স্যারের সঙ্গে কথা বললেই বোঝা যায়।

লুসিয়ানো সাব্রোসা ছাড়া বাকি সব ফুটবলারকেই আজ পাচ্ছেন সঞ্জয়। ঘরের মাঠে মাজিয়া এফসিকে হারিয়েছিল তারা। মলদ্বীপে গিয়ে অন্তত এক পয়েন্ট পেতে মুখিয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। লিগ টেবলে এখন যা পরিস্থিতি তাতে আর এক পয়েন্ট পেলেই শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছে যাবে তারা। সনি নর্ডিদের কোচ বলছিলেন, ‘‘লিগ শীর্ষে থাকলে একটাই সুবিধে, পরের রাউন্ডে হোম ম্যাচ খেলতে পারব আমরা।’’

পুরো চোট সারিয়ে সনি নর্ডি আবার চনমনে। সেটা অবশ্যই মোহনবাগানের কাছে সুখবর। সনির মাঠে থাকা মানে পুরো টিম বাড়তি মোটিভেশন পেয়ে যায়। কারণ ও থাকলে বাগান খালি হাতে ফেরে না। প্রশ্ন শুনে বাগান কোচ সঞ্জয় সেনের উত্তর, ‘‘আমরা টিম গেম খেলি। কোনও একজন ফুটবলারের উপর নির্ভরশীল নয় দল। সনি ভাল ফুটবলার। ও থাকলে শক্তিও বাড়ে দলে। তবে ও না থাকলেও আমরা ম্যাচ জিতেছি।’’

মাজিয়াকে গুয়াহাটিতে ৫-২ হারালেও সঞ্জয় বলছেন, ‘‘মাজিয়া ভাল টিম। ওদের হারালেও আমাদের কিন্তু ওরা বেশ কয়েক বার বিপাকে ফেলেছিল। তাই সতর্ক থাকতে হবে সব সময়।’’ মলদ্বীপেও ভাল গরম রয়েছে। তবে কলকাতার মতো তাপপ্রবাহ চলছে না। তাই বিকেলে ম্যাচের সময় কোনও সমস্যা হবে না বলেই জানালেন সঞ্জয়।

বুধবারে
এএফসি কাপ— মোহনবাগান : মাজিয়া (মলদ্বীপ, ভারতীয় সময় ৪-৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Federation Cup Sanjay Sen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE