সৌরভ গঙ্গোপাধ্যায় কি টিম বাংলার মুখ্য ভূমিকায় আবির্ভূত হতে চলেছেন?
রবিবার রাত পর্যন্ত সিএবি থেকে প্রাপ্ত যা পূর্বাভাস, তার একটা সম্ভাবনা আছে। আসন্ন ক্রিকেট মরসুমে নতুন দায়িত্বে হয়তো দেখা যেতে পারে সিএবি যুগ্ম সচিবকে। বাংলা টিমের দায়িত্বে। প্রাক্তন ভারত অধিনায়কের যে পদক্ষেপকে ক্রিকেটমহলের একটা অংশ ইতিমধ্যেই অভিহিত করছে ভারতীয় কোচের ‘ট্রায়াল রান’ হিসেবে। ভারতীয় টিমের কোচ হিসেবে আবির্ভাবের প্রবল সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তা হয়নি। কেউ কেউ বলছেন, সৌরভ যদি শেষ পর্যন্ত বাংলার মুখ্য দায়িত্বে আসেন তা হলে দেশজ ক্রিকেটকে তাঁর কোচিং-দক্ষতা কতটা, তার একটা ধারণা দিতে পারবেন।
সিএবি-র একটা গরিষ্ঠ অংশ মনে করছে, দায়িত্বে এলেও সরাসরি কোচ খুব সম্ভবত সৌরভ হবেন না। কারণ প্রশ্নটা, সময়ের। পূর্ণ দায়িত্বপ্রাপ্ত এক কোচকে টিমকে যে সময়টা দিতে হয়, সিএবির এই অংশ মনে করছে সেটা সৌরভের পক্ষে দেওয়া মুশকিল। বলা হচ্ছে, তাঁর সিএবি যুগ্ম সচিবের দায়িত্ব আছে। বোর্ডের কাজকর্ম আছে। ব্যক্তিগত কমিটমেন্টও কিছু কম নেই। সেক্ষেত্রে টিমের কোচ কী ভাবে হবেন সৌরভ? বরং রাত পর্যন্ত যে ব্যাখ্যাটা বেশি পাওয়া যাচ্ছে তা হল, টিমের সর্বময় কর্তৃত্ব সৌরভের হাতেই থাকল। রিমোট কন্ট্রোলে টিমকে নিয়ন্ত্রণও করলেন। একটা পদও তৈরি করা হল। শুধু সরাসরি কোচ শব্দটা তাঁর পদের পাশে বসানো হল না।