তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে আপামর জনতা। শোকস্তব্ধ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে দেখা হওয়া বিভিন্ন মুহূর্ত নিয়ে মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানে স্মৃতির ঝাঁপি খুললেন সৌরভ। তাঁর হাত থেকে পদ্মশ্রী নেওয়ার কথা বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, “ওঁর সঙ্গে আমার একটি ছবি আমি আমার হোয়াটসঅ্যাপে লাগিয়েছি। ২০০৩ সালে বিশ্বকাপ থেকে যখন ফিরে আসি, তখন তাঁর সঙ্গে কয়েক বার কথা বলার সুযোগ হয়েছিল। পরের বছর তাঁর হাত থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছিলাম। কালাম ছিলেন মাটির কাছাকাছি থাকা এক নিপাট ভদ্রলোক।”
শুধুমাত্র প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে নয়, সৌরভের মতে দেশ তাঁকে মনে রাখবে তাঁর সাধারণ জীবনযাপন এবং যুব সমাজের প্রতি তাঁর অবদানের জন্য। “দেশের জন্য তিনি যা করেছেন এবং যুব সমাজের প্রতি তাঁর যা অবদান, শুধুমাত্র এই দু’টি কারণেই মানুষ তাঁক আজীবন মনে রাখবে। শুধুমাত্র আমিই নই, সারা দেশ তাঁকে মনে রাখবে এমন এক জন মানুষ হিসাবে যিনি দেশের সর্বোচ্চ পদে থেকেও ছিলেন একেবারে সাধারণ।” —বললেন সৌরভ।