ভারত ফর্মুলা ওয়ানের দুরন্ত গতিতে মজেছিল তার বাবার হাত ধরে। এ বার ভারতে রেস করতে আসছে সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিংবদন্তি মিশায়েল শুমাখারের ছেলে মিক। কার্টিংয়ে সাফল্যের পর গত বছর জার্মানির ফর্মুলা ফোর-এ অভিষেক ঘটেছিল মিক শুমাখারের। ষোলো বছরের কিশোর অবশ্য ভারতে পা রাখছেন এই প্রথম। শ্রীপেরুম্বুদুরে চলতি মাসের শেষ দুই দিন অনুষ্ঠেয় এমআরএফ চ্যালেঞ্জ সিরিজের ফিনালে রেসে নামবেন তিনি। এমআরএফ সিরিজে এটাই তাঁর প্রথম রেস। এ দিন মিককে স্বাগত জানিয়ে টুইট করেন ভারতের প্রথম ফর্মুলা ওয়ান চালক নারায়ণ কার্তিকেয়ন। লেখেন, ‘‘রেসিংয়ের জমাটি উইকএন্ড অপেক্ষা করে আছে। কিংবদন্তি মিশায়েলের ছেলে মিক নামছে এমআরএফ চ্যালেঞ্জে। স্বাগত!’’