Advertisement
E-Paper

ফুল স্লিভ জার্সিতে লুকিয়ে থাকে বেটিংয়ের ইশারা

ইংল্যান্ডের ‘দ্য সান’ ট্যাবলয়েডের গোপন অভিযানে দুই ভারতীয় জুয়াড়ির সঙ্গে কথোপকথনে বেরিয়ে এসেছে আইপিএল নিয়ে চাঞ্চল্যকর তথ্যও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ০৪:১৮
বিতর্কে: দুই ভারতীয়। সোবার্স জোবান ও (ডান দিকে) প্রিয়ঙ্ক সাক্সেনা।

বিতর্কে: দুই ভারতীয়। সোবার্স জোবান ও (ডান দিকে) প্রিয়ঙ্ক সাক্সেনা।

ক্রিকেটে গড়াপেটা নিয়ে নতুন বিস্ফোরণে ফের সকলের নজর গিয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তের টি-টোয়েন্টি লিগগুলির উপর। যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-ও।

ইংল্যান্ডের ‘দ্য সান’ ট্যাবলয়েডের গোপন অভিযানে দুই ভারতীয় জুয়াড়ির সঙ্গে কথোপকথনে বেরিয়ে এসেছে আইপিএল নিয়ে চাঞ্চল্যকর তথ্যও। অন্যতম জুয়াড়ি, হিমাচল প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে বয়সভিত্তিক বিভাগে খেলা সোবার্স জোবান দাবি করেছে, আইপিএলে দু’টি দলের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচে গড়াপেটা করেছে। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত সেই দাবি নিয়ে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বিবৃতি নেই।

শুধু আইপিএল বলে নয়, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ বা বাংলাদেশ প্রিমিয়ার লিগেও রমরমিয়ে গড়াপেটা চলছে বলে জুয়াড়িদের কথোপকথনে বেরিয়ে এসেছে। এই সব লিগে প্রয়োজন হলে তারা স্পট ফিক্সিয়ের আয়োজনও করে দিতে পারে বলে ভারতীয় জুয়াড়িরা দাবি করে। এমনকী, জিম্বাবোয়েতে যে নতুন একটি ক্রিকেট লিগ চালু হচ্ছে, সেখানেও গড়াপেটার জাল তারা বিছিয়ে ফেলেছে বলে জানায় জোবান-রা। লন্ডনের আন্ডারওয়ার্ল্ড জুয়াড়িদের লগ্নিকারী পরিচয় দিয়ে ভারতীয় জুয়াড়িদের কাছে এসেছিলেন ‘দ্য সান’-এর সাংবাদিকেরা। জুয়াড়িরা নানা দেশের ক্রিকেটে বিছিয়ে থাকা গড়াপেটার জাল নিয়ে কথা বলতে গিয়ে প্রস্তাব দেয়, জিম্বাবোয়ের নতুন লিগে টাকা লগ্নি করার। তারা এমনও জানায় যে, জিম্বাবোয়ের লিগে প্রচুর ম্যাচে গড়াপেটা হবে। তাদের কথা থেকে আরও জানা যায়, সিরিজের প্রথম বা শেষ ম্যাচে গড়াপেটা বেশি হয় না। কারণ এই দু’টি ম্যাচের উপর আইসিসি গোয়েন্দা বা বিভিন্ন দেশের ক্রিকেট সংস্থার দুর্নীতি দমন অফিসারদের বেশি নজর থাকে।

গড়াপেটায় নাম লিখিয়ে কত টাকা পেতে পারেন একজন ক্রিকেটার? দুই ভারতীয় জুয়াড়িদের দেওয়া ইঙ্গিত অনুযায়ী, একটি টি-টোয়েন্টি ম্যাচে একটি ওয়াইড বল করার জন্য এক বোলারকে দেওয়া হয়েছিল প্রায় দু’কোটি টাকা। অঙ্কটা কত বড়, তা বোঝানোর জন্য একটি উদাহরণই যথেষ্ট। ভারতীয় ক্রিকেট দলে সবচেয়ে বড় তারকারা যেমন বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনিরা এই মুহূর্তে বোর্ডের সঙ্গে চুক্তি থেকে সারা বছরে ২ কোটি টাকা ‘রিটেনার ফি’ পান। এর সঙ্গে প্রত্যেক ম্যাচের জন্য আলাদা করে ‘ম্যাচ ফি’ পান তাঁরা। টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টির জন্য আলাদা ‘ম্যাচ ফি’ রয়েছে।

ওভারের শেষ বলে উইকেট হারানোটা স্পট ফিক্সিংয়ে এখন খুবই জনপ্রিয় বলে জানা গিয়েছে। এর উপরেই কোটি কোটি টাকার বেটিং হতে পারে। আইপিএলে ক্রিকেটারদের সঙ্কেতের ব্যাপারটিও খুব জোরাল ভাবে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় জুয়াড়িরা। এ ব্যাপারে ক্রিকেটারদের কাছে নাকি আগে থেকেই পরিষ্কার বার্তা চলে যায়। কখনও ক্রিকেটারেরা পরে নেন লাল রংয়ের ঘড়ি। আবার কখনও হাফ স্লিভ ছেড়ে ফুল স্লিভ টি-শার্ট পরে বল করতে এলেন কেউ।

আরও পড়ুন: হাতিয়ার হোক মোদীর কথাই, চান বিরোধীরা

সাধারণ দর্শকদের মনে হতে পারে, হয়তো শীত লাগছে বলে বোলার পাল্টে নিলেন গায়ের জামা। গ্যালারিতে বসে থাকা জুয়াড়িদের ‘স্পটার’ বুঝে গেলেন, ওটা আসলে একটা সিগন্যাল। অর্থাৎ, বেটিং শুরু করো এ বার। আগে থেকে ক্রিকেটারটির হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ‘স্ক্রিপ্ট’। কোন ওভারে কত রান দিতে হবে। সেই অনুযায়ী তার বোলিং শুরু হয়ে যাবে তখন।

ক্রিকেট যেমন প্রায়শই দেখা যায়, বোলার বল করতে দৌড় শুরু করেও মাঝপথে থেমে যায়। এতদিন মনে করা হতো ছন্দ পাচ্ছেন না বলে বোলার থেমে গিয়েছেন। টিমম্যান এই বোলার বাজে বল করতে চান না।

কে ভাবতে পারত, এটা আসলে একটা সঙ্কেত। গ্যালারিতে বসে আছে জুয়াড়ি। এটা তাঁর জন্য ইশারা, ভারতের বেটিং বাজারে টেলিফোন লাইন খুলে ফেলো। আমরা তৈরি।

অভিযুক্ত ১: সোবার্স জোবান

• ভারতে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। হিমাচল প্রদেশে জন্ম। খেলেছেন হিমাচল ও দিল্লির হয়ে হয়ে বয়সভিত্তিক বিভাগের ক্রিকেটে।

• গোপন ক্যামেরা অভিযানে ফাঁস করেছেন, গত দশ বছর ধরে গড়াপেটা করছেন আর এক ভারতীয় জুয়াড়ি প্রিয়ঙ্ক সাক্সেনার সঙ্গে।

• দিল্লির বসন্ত বিহারে থাকেন। সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে জানা যায়, বিলাসবহুল জীবন কাটান। বিদেশের দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান।

অভিযুক্ত ২: প্রিয়ঙ্ক সাক্সেনা

• জোবানের কথায়, বড় একজন তামাক ব্যবসায়ী প্রিয়ঙ্ক। দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়িক যোগাযোগ রয়েছে।

• দিল্লির এই জুয়াড়িকেই এখন বিশ্ব ক্রিকেটে গড়াপেটার ‘মাস্টারমাইন্ড’ বলে বর্ণনা করা হয়েছে।

• গোপন ক্যামেরা অভিযানে দাবি করেছেন, অনেক ক্রিকেটারকে চেনেন। দুর্নীতিগ্রস্ত ক্রিকেটারদের দিয়ে ‘কাজ’ও করাতে পারেন।

• জোবানের কথা অনুযায়ী, দিল্লি থেকে বেআইনি গড়াপেটার নেটওয়ার্ক চালান প্রিয়ঙ্ক।

Priyank Saxena Sobers Joban Betting Spot Fixing Cricket IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy