আরও পড়ুন: বার্সাতেই থাকার সিদ্ধান্ত মেসির
সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের রিসেপশনের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, নাচের তালে মা মেলাচ্ছেন দুই লভ-বার্ড। সেই ভিডিওরই একটা ছোট্ট ক্লিপিং আন্তোনেল্লা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পৃথিবীর সেরা ডান্সারের সঙ্গে...’। মেসি নিজেও সেই ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
দেখুন সেই ভিডিও
গত ১ জুলাই বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন পাঁচ বার ব্যালন ডি’ওর জয়ী ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি। বিয়ের আসর বসেছিল বুয়েনস আইরেস থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর রোজারিওতে। বিয়ের জন্য বিখ্যাত ডিজাইনার রোসা ক্লারার ফিস টেল ওয়েডিং গাউনে সেজেছিলেন আন্তোনেল্লা। অন্য দিকে, আর্মানির থ্রি পিস স্যুট পরেছিলেন মেসি। বিয়েতে কোনও উপহার নেননি মেসি-দম্পতি। তবে অতিথিদের জন্য ছিল দামি উপহার।
নেমার, সুয়ারেজ, জাভিরা, শাকিরা, জেরার পিকে, কার্লেস পুয়োল, স্যামুয়েল ইতো-র মতো হেভিওয়েট তারকারা উপস্থিত ছিলেন এই বিয়েতে।