Advertisement
০৬ মে ২০২৪
Serie A

রোনাল্ডোর জোড়া গোল, সেরি আ-তে ছুঁলেন নয়া মাইলফলক

সেরি আ-তে সব চেয়ে বেশি গোল করার তালিকায় তৃতীয় ছিলেন ওমার সিভোরি।

জয়ের হাসি রোনাল্ডোর। ছবি: রয়টার্স

জয়ের হাসি রোনাল্ডোর। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
মিলান শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১১:১৩
Share: Save:

শনিবার রাতে জুভেন্টাসের ৪ গোলে জয়ের মঞ্চেই আরও এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক বছরে (১৯৬১) সেরি আ-তে সব চেয়ে বেশি গোল করার তালিকায় তৃতীয় ছিলেন ওমার সিভোরি। পারমার বিরুদ্ধে জোড়া গোল করে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন জুভেন্টাস স্ট্রাইকার।

২০২০ সালে সেরি আ-তে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ালো ৩৩। ২৩ ডিসেম্বর আরও একটি ম্যাচ পাবেন তিনি এই সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য। সেই দিন জুভেন্টাস খেলতে নামবে ফিয়োরেন্টিনার বিরুদ্ধে। ১৯৫০ সালে গুন্নার নরডাল করেছিলেন ৩৬টি গোল। আগামী বুধবার যদি হ্যাটট্রিক করতে পারেন রোনাল্ডো, তবে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন তিনি। এক বছরে সেরি আ-তে সব চেয়ে বেশি গোলের রেকর্ড ফেলিস বোরেল। ১৯৩৩ সালে তিনি করেছিলেন ৪১টি গোল। সেই রেকর্ড ভাঙতে যদিও রোনাল্ডোকে এক ম্যাচে ৯ গোল করতে হবে। তা প্রায় অসম্ভব বলাই যায়।

১৩ ম্যাচে সেরি আ-তে জুভেন্টাসের পয়েন্ট ২৭। লিগে তারা ৩ নম্বরে। শীর্ষে থাকা এসি মিলানের থেকে ১ পয়েন্ট কম। মিলান যদিও ১ ম্যাচ কম খেলেছে। দ্বিতীয় স্থানে ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে ইন্টার। বেশি গোল করায় তারা জুভেন্টাসের ওপরে।

আরও পড়ুন: হোঁচট খেলেন মেসিরা, জিতে শীর্ষে সুয়ারেজরাই

আরও পড়ুন: লিভারপুলের ৭ গোল, উড়িয়ে দিল ক্রিস্টাল প্যালেসকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serie A Cristiano Ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE