বার্সেলোনা সতীর্থদের বান্ধবীদের ঠান্ডা যুদ্ধ ফের জনসমখ্যে চলে এলো।
লা মাসিয়া থেকে একসঙ্গে খেলে আসা জেরার পিকে ও লিওনেল মেসি একে অপরের প্রিয় বন্ধু হিসেবে পরিচিত। কিন্তু তাঁদের বান্ধবীদের সম্পর্ক নিয়ে দেখা দিল বিতর্ক।
এক ব্রিটিশ দৈনিকের মতে, মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়ের নিমন্ত্রণ পেয়েও যাবেন না শাকিরা। জেরার পিকের বান্ধবীর এত রাগের কারণ কী? শোনা যাচ্ছে, পিকের প্রাক্তন বান্ধবী নুরিয়া টমাসের প্রিয় বন্ধু আন্তোনেলা। যা একদমই পছন্দ নয় শাকিরার। পিকে ও মেসি একে অপরের ভাল বন্ধু হলেও দুই তারকার বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলেন না। অনুষ্ঠানে দেখা হলেও এড়িয়ে যান। কিছু দিন আগে শাকিরার জন্মদিনেও শুভেচ্ছা জানাননি আন্তোনেলা।