নোভাক জোকোভিচকে নিয়ে চলতে থাকা বিতর্কে বিভ্রান্ত শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনার সেই ধোঁয়াশা কাটাতে এই মুহূর্তে সাধারণ কিছু প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন!
গণমাধ্যমে ওয়ার্নের বিস্ফোরক টুইট, ‘‘বিভ্রান্তিকর নানা খবরে যা পড়ছি, তা কী সত্যি? নোভাকের কোভিড পরীক্ষার রিপোর্ট নাকি ১৬ ডিসেম্বর পজ়িটিভ এসেছে! আর তার পরের দিন, ১৭ ডিসেম্বর ও নাকি এমন একটা অনুষ্ঠানে হাজির থেকেছে, যেখানে বাচ্চারাও ছিল। বলা হচ্ছে, অস্ট্রেলিয়ায় পা রাখার আগে ও কোথাও যায়নি! অথচ ২ জানুয়ারিতে নোভাক নাকি স্পেনে ছিল!’’
এখানেই শেষ হয়নি ওয়ার্নের বিস্ময়ের! আরও অনেক কিছু জানতে চেয়ে তিনি গণমাধ্যমে লিখেছেন, ‘‘নোভাকের কাছে কি আদৌ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র ছিল? যদি সত্যিই তা থাকে, তা হলে যে এই ছাড়পত্র দিয়েছে, তাকে কি চিহ্নিত করা গিয়েছে? এই ছাড় দেওয়ার ব্যাপারটাই বা কী? যা ঘটছে, তা দেখে ভিক্টোরিয়ার নাগরিক হিসেবে হতবাক হয়ে যাচ্ছি। কেন ভিক্টোরিয়া সরকারই বা নীরব? কেউ কি সব কিছু আমাকে সহজ সরল ইংরেজিতে বুঝিয়ে দেবেন?’’