ভারতের হয়ে বিশ্বকাপে শুরুটা ভালই করেছিলেন ওপেনার শিখর ধওয়ন। কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচের দিন সেঞ্চুরি করলেও বাঁ হাতের বুড়ো আঙুলের চোটের জন্য ২২ গজের বিশ্বযুদ্ধ থেকে ছিটকে যান তিনি। হাতের চোট সারানোর জন্য তিনি ফিরে এসেছেন দেশে। কিন্তু দেশে ফিরে তিনি কী করছেন জানেন?
আঙুলের চোটের জন্য বিশ্বকাপের দল থেকে ছিটকে আপাতত বাড়িতেই আছেন শিখর। আর বাড়িতে বসে কী ভাবে সময় কাটছে তাঁর, সে কথা তিনি জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় তাঁকে দেখা যাচ্ছে, ছেলে জোরাভারের সঙ্গে ‘সুপার মারিও’ ভিডিয়ো গেম খেলতে। আর তাঁর পোষ্য কুকুরটি বাবা-ছেলের এই ভিডিয়ো গেম খেলা দেখছে।
সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার মধ্যে থাকা বাচ্চাটি আমার বাচ্চার থেকেও ছোট।’ এই ভিডিয়ো আপলোড করার পরই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে নয় লক্ষেরও বেশি মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। দেখুন সেই ভিডিয়ো-
The kid inside me is younger than my kid 😜
আরও পড়ুন: মিডল অর্ডার শক্তিশালী করার জন্য জাদেজাকে দরকার, বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক