Advertisement
২০ এপ্রিল ২০২৪

শোয়েব-আকমল জুটি জেতাল পাকিস্তানকে

দুরন্ত মহম্মদ আমের (২-৬)। দুই উইকেট মহম্মদ ইরফানের (২-৩০)। আমিরশাহির ইনিংস শেষ ১২৯-৬। তবু এশিয়া কাপে সোমবার আমিরশাহির চ্যালেঞ্জে কাঁপল পাকিস্তান। রান তাড়া করতে নেমে। আমজাদ জাভেদের (৩-৩৬) ঘাতক স্পেলে পাক টপ অর্ডার ১৭ রানের মধ্যে ধসে যাওয়ায়। মহম্মদ হাফিজ (১১), শার্জিল খান (৪) ও খুররাম মনজুরকে (০) ফেরান আমিরশাহি ক্যাপ্টেন জাভেদ।

জেতাল যে জুটি। ছবি: এপি।

জেতাল যে জুটি। ছবি: এপি।

মীরপুর
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০২:৫৭
Share: Save:

দুরন্ত মহম্মদ আমের (২-৬)। দুই উইকেট মহম্মদ ইরফানের (২-৩০)। আমিরশাহির ইনিংস শেষ ১২৯-৬। তবু এশিয়া কাপে সোমবার আমিরশাহির চ্যালেঞ্জে কাঁপল পাকিস্তান। রান তাড়া করতে নেমে। আমজাদ জাভেদের (৩-৩৬) ঘাতক স্পেলে পাক টপ অর্ডার ১৭ রানের মধ্যে ধসে যাওয়ায়। মহম্মদ হাফিজ (১১), শার্জিল খান (৪) ও খুররাম মনজুরকে (০) ফেরান আমিরশাহি ক্যাপ্টেন জাভেদ।
এশিয়া কাপে আগের দুই ম্যাচে রান তাড়া করার ব্যর্থতা কাটাতে এ দিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আমিরশাহি ক্যাপ্টেন। তাতেও অবশ্য লাভ হয়নি। শুরুর ঝটকা সে ভাবে মালুম হতে দিলেন না শোয়েব মালিক (৬৩ ন.আ) ও উমর আকমল (৫০ ন.আ)। চতুর্থ উইকেটে তাঁদের ১১৪ রানের পার্টনারশিপে ১৮.৪ ওভারে ১৩১-৩ তুলে সাত উইকেটে জিতে যায় পাকিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE