Advertisement
E-Paper

এ সি মিলানের কোচের দায়িত্ব থেকে সরানো হল ইনজাঘিকে

সেরি-এ এবং ইউরোপে দল আশানুরূপ ফল না করায় এ সি মিলানের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল ফিলিপো ইনজাঘিকে। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানানো হয় ক্লাবের তরফ থেকে। তাঁর জায়গায় দু’বছরের চুক্তিতে আনা হয়েছে যুগোস্লাভিয়ার প্রাক্তন ডিফেন্ডার সিনিসা মিহাওলোভিচকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ১৮:২২
ফিলিপো ইনজাঘি। ছবি: এএফপি।

ফিলিপো ইনজাঘি। ছবি: এএফপি।

সেরি-এ এবং ইউরোপে দল আশানুরূপ ফল না করায় এ সি মিলানের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল ফিলিপো ইনজাঘিকে। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানানো হয় ক্লাবের তরফ থেকে। তাঁর জায়গায় দু’বছরের চুক্তিতে আনা হয়েছে যুগোস্লাভিয়ার প্রাক্তন ডিফেন্ডার সিনিসা মিহাওলোভিচকে।

২০০১ থেকে এই ক্লাবের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ইনজাঘি। এই ক্লাবেই খেলা শুরু করেন তিনি। সুপারপিপ্পো নামে খ্যাত ইনজাঘি এ সি মালানের হয়ে ৩০০টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২৬টি। খেলা থেকে অবসর নেওয়ার পর ২০১৪-য় ক্লাবের যুব দলের কোচিংয়ের দায়িত্ব পান তিনি। এই মরসুমে সেরি এ এবং চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে পারেনি মিলান। দলের এই শোচনীয় পারফরম্যান্সে ইনজাঘির উপর কোপ পড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। গত ৪ জুন ক্লাব কর্তৃপক্ষ থেকে ইনজাঘিকে রিয়ে দেওয়ার একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। এ দিন আনুষ্ঠানিক ভাবে সেই কাজটা সেরে ফেলল ক্লাব।

অন্য দিকে, নতুন কোচের দায়িত্ব পাওয়া মিহাওলোভিচ খেলেছেন রোমা, সাম্পদোরিয়া, লাজিও এবং ইন্টার মিলানে। ২০ বছরের খেলোয়াড় জীবনে মোট ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ইন্টার মিলানে খেলতে খেলতেই অবসর নেন তিনি। তার পর ওই ক্লাবেই তিনি সহকারী কোচের দায়িত্ব পান।

Sinisa Mihajlovic Filippo Inzaghi AC Milan new ac milan coach ac milan coach
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy