সার্বিক ভাবে, স্কিলের দিক থেকে এই সিরিজে অস্ট্রেলিয়ার থেকে আমরাই ‘বেটার’ দল ছিলাম। টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরানোর পর বললেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।
ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে চার রানে জিতেছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির জন্য ভারত রান তাড়া করতেই পারেনি। সেজন্যই সিডনিতে সিরিজে সমতা ফেরানোর চাপ ছিল ভারতের উপর।
ম্যাচ-জেতানো ইনিংসের পর কোহালি বলেছেন, “শুরুতে রোহিত শর্মা ও শিখর ধওয়ন যা ব্যাট করেছে, তাতে চাপ কমে গিয়েছিল। রান তাড়াকে সহজ দেখাচ্ছিল। শেষের দিকে ডিকে (দীনেশ কার্তিক) বেশ জমাট ছিল। আমার সঙ্গে জুটি বেঁধে জয় ছিনিয়ে আনতে সাহায্য করল। ওদের অ্যাডাম জাম্পা আর গ্লেন ম্যাক্সওয়েল দারুণ বল করল। আমার মনে হয়, সার্বিক ভাবে আমরা স্কিলের দিক দিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে বেটার খেলেছি। বল হাতে আমরা যেমন বেশি পেশাদার ছিলাম। এটা ১৮০ রানের উইকেট ছিল। এই ১৫ রান কম থাকা ফারাক গড়ে দিল।”