Some Indian players who could be on their last Australia tour dgtl
URL Copied
খেলা
এটাই সম্ভবত এই ক্রিকেটারদের শেষ অস্ট্রেলিয়া সফর
নিজস্ব প্রতিবেদন
২৭ নভেম্বর ২০১৮ ১২:১৩
Advertisement
১ / ১১
প্রত্যেকেই সফল ক্রিকেটার। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নিজেদের সুনাম বজায় রেখেছেন। এ বারের অস্ট্রেলিয়া সফরেও এই সব ভারতীয় ক্রিকেটারদের দিকে নজর থাকবে। তবে, খুব সম্ভবত এ বারের সফর বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটারের শেষ অস্ট্রেলিয়া সফর হতে চলেছে। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে। অলঙ্করণ: তিয়াসা দাস।
২ / ১১
উমেশ যাদব: টি২০তে তেমন ভাবে না খেললেও বাকি দুই ফর্ম্যাটের ক্রিকেটেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। খেলেছেন ৪০টি টেস্ট। ৭৫টি একদিনের ম্যাচ খেলেছেন।
Advertisement
Advertisement
৩ / ১১
উমেশ যাদব: বর্তমানে উমেশের বয়স ৩১ বছর। আগামী প্রায় চার বছরের মধ্যে অস্ট্রেলিয়া সফরের সম্ভাবনা নেই ভারতীয় দলের। ফলে ৩৫ বছর বয়সে এই পেসার দলে ডাক পাবেন, এমন সম্ভাবনা খুব কম।
৪ / ১১
রবিচন্দ্রন অশ্বিন: বর্তমানে ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসার স্পিনার। যদিও বর্তমানে কুলদীপ-চহালের দাপটে সীমিত ওভারের ম্যাচে কিছুটা অনিয়মিত।
Advertisement
৫ / ১১
রবিচন্দ্রণ অশ্বিন: টেস্টে ৩৩৬টি উইকেট নেওয়া অশ্বিনের বয়স ৩৩য়ের কোঠায়। ফলে আগামী সফরে অশ্বিন দলে থাকবেন, তাঁর খুব বড় সমর্থকও আশা করেন না।
৬ / ১১
ইশান্ত শর্মা: ভুবি-বুমরা-খলিলদের দাপটে একদিনের ম্যাচে এখন খানিকটা অনিয়মিত। তবে টেস্টে দলের নিয়মিত সদস্য। চলতি অস্ট্রেলিয়া সফরে ইশান্তের ভূমিকা গুরুত্বপূর্ণ চলেছে।
৭ / ১১
ইশান্ত শর্মা: এখনই তিরিশ বছর হয়ে গিয়েছে ইশান্তের। চার বছরের আগে অস্ট্রেলিয়া সফর নেই বলা চলে। চোটপ্রবণ এই পেসারের পক্ষে ৩৪ বছরে দাপিয়ে খেলা চালিয়ে যাওয়া খুবই কঠিন।
৮ / ১১
পার্থিব পটেল: মাত্র ১৭ বছর বয়সে টেস্ট খেলেছিলেন। মাঝে মধ্যে দল থেকে বাদ পড়েছেন। বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনিংসও রয়েছে তাঁর। এ বারের সফরে টেস্টে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন।
৯ / ১১
পার্থিব পটেল: ২৫টি টেস্টে খেলা পার্থিবের এখন বয়স ৩৩ বছর। স্বাভাবিক ভাবেই চার বছর পরে তিনি দলে থাকবেন, তার সম্ভাবনা খুবই কম।
১০ / ১১
মুরলি বিজয়: টেস্ট ওপেনার হিসেবে ভারতীয় দলে রয়েছেন। তবে সীমিত ওভারের ম্যাচে তেমন কিছু করতে পারেননি।
১১ / ১১
মুরলি বিজয়: ৩৪ বছরের মুরলি পরের বার দলে থাকবেন না, সেটা বলাই চলে।